আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় শিবিরে আবার চোটের ধাক্কা। এবার গোদের ওপর বিষফোঁড়া। আঙুলের চোট এখনও পুরোপুরি সারেনি, তারমধ্যেই আবার পায়ে চোট পেলেন ঋষভ পন্থ। প্রথমে তাঁর চতুর্থ টেস্ট খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু ম্যাচের আগের দিন শুভমন গিল পন্থের খেলার বিষয় নিশ্চিত করেন। ম্যাঞ্চেস্টারে নিজের ট্রেডমার্ক স্টাইলেই শুরু করেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ক্রিজে নেমে শুরুতেই মারমুখী মেজাজে ইংল্যান্ডের বোলিংকে চাপে ফেলে দেন। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। ৩৭ রানে ফিরতে হয়। ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ করতে গিয়ে তাঁর ডান বুটে লাগে। সঙ্গে সঙ্গেই জুতো খুলে ফেলেন পন্থ। দেখা যায় পা ফুলে গিয়েছে। লর্ডস টেস্টে আঙুলের চোট নিয়েও খেলা চালিয়ে যান। অর্ধশতরানও করেন। কিন্তু বুধবার আর খেলা চালিয়ে যেতে পারেননি। এমনকী নিজে হেঁটেও মাঠ ছাড়তে পারেননি। তাঁকে গল্ফ কার্টে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর রবি শাস্ত্রী জানান, দেখা মনে হচ্ছে, চোট যথেষ্ঠ গুরুতর। ভারতের প্রাক্তন কোচ মনে করেছেন, হাড়ে চিড় ধরতে পারে। শাস্ত্রী বলেন, 'পন্থের চোট সহ্য করার প্রবণতা আছে। যন্ত্রণা নিয়ে খেলা চালিয়ে যেতে পারে। কিন্তু যেভাবে কাতরাচ্ছিল, ওর মুখ দেখে মনে হচ্ছে চোট যথেষ্ঠ গুরুতর। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সকালে ব্যথা বাড়তে পারে। আরও ফুলে যেতে পারে। যতই বরফ দেওয়া হোক না কেন। আশা করব, চিড় ধরেনি।' পন্থের সঙ্গে প্রথমে দিল্লিতে, পরে লখনউতে কাজ করেছেন রিকি পন্টিং। মেটাটার্সাল চোটের আশঙ্কা করছেন তিনি। কারণ সঙ্গে সঙ্গেই পা ফুলে গিয়েছিল। পায়ের হাড়ে চিড় ধরলে গোটা টেস্ট থেকেই ছিটকে যাবেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার।
আরও পড়ুন: পন্থের চোটে চিন্তায় ভারত, স্ক্যান রিপোর্টের জন্য চলছে অপেক্ষা
পন্টিং বলেন, 'ও মাটিতে পা ফেলতে পারছে না। গল্ফ কার্ট আসার আগে হিমশিম খাচ্ছিল। সঙ্গে সঙ্গে পা ফুলে গিয়েছে, এটাই চিন্তার বিষয়। আমার মেটাটার্সাল চোট হয়েছিল। এই হাড়গুলো খুব সূক্ষ্ম। ও পায়ের ওপর ওজন দিতে পারছে না। ভেঙে গেলে পুরো টেস্ট থেকে ছিটকে যাবে। আর সেটা না হলে, ওকে দ্রুত মাঠে ফেরানোর আপ্রাণ চেষ্টা করা হবে। আশা করব, ও আর রিভার্স সুইপ খেলবে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শার্দূল ভাল খেলেছে। কিন্তু পন্থ দলে মোমেন্টাম নিয়ে আসে। ও খেলতে না পারলে, সেটা মিস করবে ভারতীয় দল। ও প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। আশা করব ওর চোট যেন গুরুতর না হয়। ও ছিটকে গেলে, ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা আরও কমে যাবে।'
পন্থের চোট প্রসঙ্গে মুখ খোলেন মাইকেল আর্থারটন। ইংল্যান্ডের প্রাক্তনী মনে করছেন, চোট গুরুতর। বাকি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। আর্থারটন বলেন, 'পন্থ ম্যাচ এবং সিরিজ থেকে ছিটকে গেলে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হবে। নতুন বলে ভারতের ইনিংস শেষ করতে সুবিধা হবে ইংল্যান্ডের। তবে ও ব্যাট করতে নামলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। পন্থের চোট ঘিরে অনিশ্চয়তা রয়েছে। তবে দেখে মনে হয়েছে চোট গুরুতর। নয়ত কেউ কার্টে মাঠ ছাড়ে না।' আদৌ কি আর ম্যাঞ্চেস্টারে ব্যাট হাতে দেখা যাবে পন্থকে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
