আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজের কাছে ক্ষমা চাইছেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এমনই ছবি দেখা গেল।
কিন্তু পন্থ কেন ক্ষমা চাইতে গেলেন সিরাজের কাছে?
নতুন বলে আগুন ধরাচ্ছিলেন সিরাজ। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে সিরাজের দুরন্ত ইনসুইং আছড়ে পড়ে জাকির হাসানের প্যাডে। বাংলাদেশের ব্যাটারের প্যাডে বল লাগতেই সিরাজ আউটের আবেদন করে বসেন। আম্পায়ার রড টাকার সেই আবেদনে কর্ণপাত করেননি। মাথা নাড়িয়ে জানিয়ে দেন, আউট নন জাকির।
ডিআরএস নেওয়া হবে কিনা, সেই কারণে ভারত অধিনায়ক রোহিত শর্মা উইকেট কিপার পন্থের সঙ্গে আলোচনা করেন। কিন্তু পন্থ জানিয়ে দেন, বলের উচ্চতা বেশি ছিল না। বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল।
উইকেট কিপারের পরামর্শ অনুযায়ী রোহিত আর ডিআরএস নেননি। কিন্তু পরে বল ট্র্যাকিং দেখায় সিরাজের ইনসুইং লেগ স্টাম্প ভেঙে দিত। হতাশ হয়ে পড়েন সিরাজ। হাত দিয়ে ইশারা করে ভারতীয় পেসার দেখান, বল উইকেটেই লাগত। রোহিত শর্মাকে হাসতে দেখা যায়। পরে তিনিও ক্ষমতা চান সিরাজের কাছে। অন্য দিকে পন্থ হাত দেখিয়ে ক্ষমা চেয়ে নেন সিরাজের কাছে।
