আজকাল ওয়েবডেস্ক: ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মাঝেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। ক্লাবের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এমবাপে তীব্র পেটের সংক্রমণ বা গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত।

তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য হাসপাতালে রেখে একাধিক পরীক্ষা এবং যথাযথ চিকিৎসা চলছে’। শারীরিক অসুস্থতার কারণে এমবাপে বুধবার ক্লাব ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচে আল-হিলালের বিরুদ্ধে খেলতে পারেননি। ম্যাচটি ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এটাই প্রথম ম্যাচ খেলল রিয়াল। আল-হিলাল ম্যাচের আগে আলোনসো মঙ্গলবার জানিয়েছিলেন, ‘এমবাপে সামান্য সুস্থ অনুভব করছিলেন। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে বিশ্রামে রাখা হয়েছে’। এমবাপের পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয় রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের ২১ বছর বয়সি ফুটবলার গঞ্জালো গার্সিয়াকে।

তিনি ম্যাচের শুরুতেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন। প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী গ্রুপ ম্যাচ খেলবে আগামী ২২ জুন রবিবার, মেক্সিকোর দল পাচুকা-র বিরুদ্ধে, আমেরিকার শার্লট শহরে। উল্লেখ্য, এমবাপে রিয়াল মাদ্রিদে প্রথম মরশুমেই ৩১টি লা লিগা গোল করে ইউরোপীয় গোল্ডেন বুট জিতেছেন। তবে তাঁর দল কোনও বড় ট্রফি জিততে পারেনি এই মরশুমে। এমবাপের আকস্মিক অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা। যদিও ক্লাবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এমবাপের শারীরিক পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে এবং খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী ক্লাব।