আজকাল ওয়েবডেস্ক:‌ জমে উঠেছে ক্লাব বিশ্বকাপ। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু বুধবার রাতে শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন ফেদেরিকো ভালভার্দের পেনাল্টি। সৌদি আরবের আল হিলালের বিরুদ্ধে ১–১ ড্র করল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে পাঁচ গোলে আমিরশাহির আল আইনকে হারিয়েছে জুভেন্টাস। ম্যাঞ্চেস্টার সিটি ২–০ হারাল মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে।


প্রসঙ্গত, রিয়াল এবং আল হিলাল, দুই দলই নেমেছিল নতুন কোচের অধীনে। রিয়ালের দায়িত্বে এটাই প্রথম ম্যাচ ছিল জাবি আলোন্সোর। অন্য দিকে, আল হিলাল খেলতে নেমেছিল সিমোনে ইনজাঘির অধীনে। কিন্তু নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ জিততে পারল না মাদ্রিদ। তবে আল হিলাল অনেক শক্তিশালী প্রতিপক্ষকে আটকে দিয়েছে।


খেলায় ৩৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো গার্সিয়া। সাত মিনিট পর পেনাল্টি থেকে সমতা ফেরান রুবেন নেভেস। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় রিয়াল। তবে ভালভার্দের নিচু শট ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বুনু।


জুভেন্টাস সহজেই জিতেছে। আমিরশাহির ক্লাবের বিরুদ্ধে রান্ডাল কোলো মুয়ানি এবং ফ্রান্সিসকো কনসিসাও দু’টি করে গোল করেন। অপর গোল কেনান ইলদিজের। এই গ্রুপের অন্য দল ম্যাঞ্চেস্টার সিটি কাসাব্লাঙ্কাকে হারিয়েছে ২–০ গোলে। ফিল ফোডেন এবং জেরেমি ডোকু গোল করেন।