আজকাল ওয়েবডেস্ক:‌ যে লোয়ার মিডল অর্ডার নিয়ে এত প্রশ্ন উঠছিল। সেই লোয়ার মিডল অর্ডারই এজবাস্টন টেস্টে ভরসা দিল ভারতকে। ১১ রানের জন্য শতরান হাতছাড়া করেন জাদেজা। আর ওয়াশিংটন সুন্দর করেন ৪২। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। অধিনায়কত্বের প্রসঙ্গ ওঠায় বলেই দেন, ‘‌আমার অধিনায়ক হওয়ার বয়স আর নেই।’‌


এটা ঘটনা রোহিত অবসর নেওয়ার পর তরুণ শুভমন গিলকে টেস্টে অধিনায়ক বেছে নিয়েছে বিসিসিআই। অলরাউন্ডার জাদেজা লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাঁকে কোনওদিন অধিনায়ক কিংবা সহ অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়নি। অভিমান হয় না?‌ জাদেজার কথায়, ‘‌অধিনায়ক হওয়ার সময় চলে গিয়েছে। সেই বয়স আর নেই।’‌ গিলের দুরন্ত দ্বিশতরান নিয়ে জাদেজা বলেছেন, ‘‌গিলকে দারুণ আত্মবিশ্বাসী লাগছে। গিলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও ব্যাটিংয়ের সময় কিন্তু অধিনায়ক মনে হয় না। ওর সঙ্গে ব্যাটিং করার সময় মনে হচ্ছিল যে আউটই হয়ত হবে না। কিন্তু দুর্ভাগ্য বলটা ফিল্ডারের হাতে চলে গেল। দুর্দান্ত ইনিংস। ব্যাটিংয়ের সময় বারেবারে জুটি নিয়ে কথা হচ্ছিল আমাদের। বড় জুটি দরকার ছিল। সেটা করতে পেরেছি।’‌


গিল ও জাদেজা ২০৩ রানের জুটি গড়েছেন। জাদেজা আউট হওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়েন গিল। যার ফলে রানের পাহাড়ে চেপে বসেছে ভারত। 


তৃতীয় দিন ভারতের রণনীতি কী হবে?‌ জাদেজার কথায়, ‘‌খুব বেশি দূরের চিন্তা করছি না। তৃতীয়দিন লাঞ্চের আগে আরও ২–৩ উইকেট লক্ষ্য থাকবে আমাদের। আর তা করতে পারলে অনেকটা এগিয়ে যাব। এখনও গেম ওপেন। যে কোনও ফল হতে পারে।’‌