আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মার প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। আক্রমণাত্মক এই ওপেনারের সঙ্গে যুবরাজ সিংয়ের তুলনা করেছেন তিনি। অভিষেক শর্মা ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন দলে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর জায়গা কাড়ার মতো কেউ নেই। ২৫ বছরের তারকার স্ট্রাইক রেট ১৯৪-এর কাছাকাছি। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ রান ১৩৫। এশিয়া কাপে তাঁর দিকে সবার নজর থাকবে। অশ্বিন ভারতের নতুন তারকা অভিষেক শর্মা প্রসঙ্গে বলছেন, ''অভিষেক শর্মার আক্রমণাত্মক কৌশল এই পিচে কার্যকর হয় কিনা তা দেখার অপেক্ষায় রয়েছি। দুর্দান্ত এক খেলোয়াড়। যুবরাজ সিংয়ের উন্নত সংস্করণ।''
ভারত মাঠে নামার আগেই প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, শক্তির দিক থেকে ভারতের কাছাকাছি কোনও দলই নেই। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপে একাধিকবার খেতাব জিতেছে। বাংলাদেশ দু'বার ফাইনালে নেমেছে। অশ্বিন কিন্তু বাংলাদেশকে ধর্তব্যের মধ্যেও রাখেননি। তিনি বলেন, ''বাংলাদেশকে নিয়ে কথা বলার মতো কিছুই নেই। ভারতের সঙ্গে কীভাবে লড়বে?''
আরও পড়ুন: সঞ্জু না জিতেশ? কে থাকবেন দলে! খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিসিসিআইয়ের...
অশ্বিন আরও বলেন, ''দক্ষিণ আফ্রিকাকে এই টুর্নামেন্টে নেওয়া যেতে পারে। এশিয়া কাপকে আফ্রো-এশিয়া কাপের রূপ দেওয়া যেতে পারে। আমার মতে ভারত-এ দলকে নিয়ে এই টুর্নামেন্ট করা উচিত।''
অশ্বিনের সংযোজন, ''আমি আশা করব, অন্য কোনও দল যেন এই টুর্নামেন্ট জেতে। তাহলে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।'' ভারতকে হারানো কীভাবে সম্ভব? অশ্বিন উপায় বাতলাচ্ছেন, ''ভারতকে হারানোর একমাত্র উপায় হতে পারে, নিজেদের দিনে ভারতকে ১৫৫ রানে আটকে রাখা। টি-টোয়েন্টি ক্রিকেটে যখন যা খুশি হতে পারে। তবে মনে হচ্ছে ভারত এই টুর্নামেন্টকে একতরফা বানিয়ে ফেলবে।''
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।
এদিকে, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। এশিয়া কাপে। কিন্তু এশিয়া কাপ শুরুর দিনেই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তাপ বাড়তে শুরু করল দুবাইয়ে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা সাফ জানিয়ে দিলেন, ভারত–পাক ম্যাচে ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা থাকবেই। সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটতে পারে মাঠের মধ্যেও। এরই মধ্যে পাক মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে হাত মিলিয়ে বিতর্কে জড়িয়েছেন সূর্য।
আরও পড়ুন: এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত, সূর্যকুমারদের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য শোয়েবের
