আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে প্রথম একাদশে সুযোগ পাবেন সঞ্জু স্যামসন?‌ এটা এখন কোটি টাকার প্রশ্ন। কারণ শুভমান গিল দলে থাকায় তিনিই ওপেন করবেন অভিষেক শর্মার সঙ্গে। তিনে থাকবেন তিলক বর্মা। চারে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচে যাবেন পাণ্ডিয়া। আর সঞ্জু?‌


উইকেটকিপার হিসেবে এখনও অবধি যা শোনা যাচ্ছে জিতেশ শর্মা প্রথম চয়েস। এই পরিস্থিতিতে বুধবার এশিয়া কাপে নামছে ভারত। সঞ্জুকে নিয়ে যখন জল্পনা তখন ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট করা হল ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআইয়ের)‌ তরফে।


এশিয়া কাপের প্রথম ম্যাচ শুরুর মাত্র কয়েকঘণ্টা আগে টিম ইন্ডিয়ার প্র্যাকটিসের একটি ভিডিও পোস্ট করা হয় বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায়। জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরা, শুভমান গিল, তিলক বর্মারা। সেই টুকরো ছবি তুলে ধরা হয় ভিডিওতে। ব্যাটিং–কিপিং করতে দেখা যায় সঞ্জুকেও। কিন্তু ভিডিওর একেবারে শেষ দৃশ্যে দেখা যাচ্ছে, ক্লান্ত শরীরে একা একটি চেয়ারে বসে রয়েছেন সঞ্জু।


এই ভিডিও দেখেই নেটিজেনদের মধ্যে জোর জল্পনা, সঞ্জুর ছবি এভাবে দেখানোটা কি নিছকই কাকতালীয়? নাকি নেপথ্যে কোনও ইঙ্গিত রয়েছে? যেহেতু সঞ্জুর খেলা নিয়ে জল্পনা চলছে, তাই বিসিসিআইয়ের ভিডিও ঘিরে ক্রিকেটভক্তদের মধ্যে জোর চর্চা। প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্য বলেছেন, ‘‌আমরা সব দিক দিয়ে সঞ্জুর খেয়াল রাখছি। চিন্তা করবেন না। আমরা সঠিক সিদ্ধান্তই নেব।’‌ অর্থাৎ, কোনও স্পষ্ট উত্তর নেই। সঞ্জু সুযোগ পাবেন কি না, পাবেন না তা নির্ভর করবে সূর্যর ‘সঠিক সিদ্ধান্ত’র উপর।


এটা ঘটনা, সঞ্জু না খেললে সুযোগ পাবেন জিতেশ। ভারত অধিনায়ক কিন্তু তাঁর প্রশংসাও করেছেন। সূর্য বলেছেন, ‘‌আমরা ওকে বলেছি, সামনে কী আছে, তা নিয়ে না ভাবতে। নিজের রাস্তা অনুসরণ করতে বলেছি। এখন ও সম্পূর্ণ অন্য ধাঁচের প্লেয়ার হিসেবে রয়েছে। যেভাবে ও আইপিএলে পারফর্ম করেছে, ঘরোয়া ক্রিকেটে খেলেছে। সব জায়গায় জিতেশ ভাল খেলেছে। তাই ও নিজের জায়গা অর্জন করেছে।’‌ বোঝা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের ‘গুডবুকে’ রয়েছেন জিতেশ। 

এশিয়া কাপে বুধবার অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু নজর সেই ১৪ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ওইদিন দুবাইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান। 


আয়োজক দেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?‌ যা বোঝা যাচ্ছে ওপেনে আসবেন শুভমান গিল ও অভিষেক শর্মা। আসল প্রশ্ন হচ্ছে, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং কি জায়গা পাবেন ভারতের প্রথম একাদশে? তিন পেসার না দুই পেসার খেলাবে ভারত? কত জন স্পিনার খেলবেন? ফিনিশারের ভূমিকায় কে থাকবেন?  

গতবারের চ্যাম্পিয়ন দল এবারও বিজয়ী হওয়ার দাবিদার। দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর একটা কাজ নিয়মিত করে গিয়েছেন গৌতম গম্ভীর। তা হল, বিভিন্ন ফরম্যাটে যত বেশি সম্ভব মাল্টি স্কিলড প্লেয়ার খেলানো। আর নিশ্চিত করা, যাতে আট নম্বর পর্যন্ত ব্যাট করার লোক থাকে। দেখতে গেলে, আমিরশাহি যুদ্ধ আদতে ভারতের কাছে পাকিস্তান লড়াইয়ের ড্রেস রিহার্সাল। কিংবা প্রি–টেস্ট। তবে আমিরশাহি ম্যাচ ভারতকে একটা আন্দাজ দিয়ে যাবে, পাকিস্তান যুদ্ধের আগে টিম কোথায় দাঁড়িয়ে। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে থাকা আমিরশাহি টিমের প্লেয়ারদের কাছে আবার ভারত ম্যাচ জশপ্রীত বুমরা–শুভমান গিলদের বিরুদ্ধে খেলার একটা সুযোগ।