আজকাল ওয়েবডেস্ক: মাঠে তাঁর লেগ স্পিনের জবাব খুঁজে পান না প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। কোনটা গুগলি, কোনটা টপ স্পিন বুঝতেই পারেন না ব্যাটসম্যানরা। সেই রশিদ খান নিজের দেশে বুলেটপ্রুফ গাড়িতে চলাফেরা করেন।
আফগান মুলুকে মোরগের শব্দে মানুষজনের ঘুম ভাঙে না। বরং বোমা বিস্ফোরণের শব্দ, গুলির আওয়াজে ঘুম থেকে উঠে পড়েন সেখানকার মানুষরা।
সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, ''নিজের বুলেটপ্রুফ গাড়িতেই যাতায়াত করতে হয় আমাকে।''
আফগান তারকার এহেন বক্তব্য শুনে পিটারসেন হতবাক হয়ে যান। তিনি প্রথমটায় বিশ্বাস করে উঠতে পারেননি।
রশিদ বলেন, ''নিরাপত্তার জন্য খুব জরুরি। আমাকে দেখে কেউ হয়তো গুলি করবে না। কিন্তু যদি...। আমার গাড়ি ভিতর থেকে লক করা থাকে। মাঝে মাঝে মানুষ এমনকি গাড়ির দরজা খোলারও চেষ্টা করে।''
আফগান তারকা জানান, এই গাড়িটা তিনি নিজের নিরাপত্তার জন্যই তৈরি করেছেন। রশিদের দেশে এখন অনেকেই এমন গাড়ি ব্যবহার করেন।
