আজকাল ওয়েবডেস্ক: প্রথম ইনিংসে তিন রানের মাথায় কুপোকাত হয়েছিলেন জম্মু কাশ্মীরের পেসের কাছে। দ্বিতীয় ইনিংসে ভাল শুরু করেও বড় রান এল না রোহিত শর্মার ব্যাট থেকে। ৩৫ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেন হিটম্যান। রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীরকে হারাতে হলে দ্বিতীয় ইনিংসে বড় রান করত হবে মুম্বইকে। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে তারকাখচিত মুম্বই। আন্তর্জাতিক তারকাদের মধ্যে শুধু রাহানে ক্রিজে রয়েছেন। সাজঘরে ফিরেছেন জয়সওয়াল, রোহিত, শ্রেয়স এবং শিবম দুবে। তবে প্রথম ইনিংসের লিডের রান করে ফেলেছে মুম্বই। আপাতত দুই দলের রান সমান।

 

লোয়ার অর্ডারই আপাতত ভরসা মুম্বইয়ের। উল্লেখ্য, বোর্ডের চাপে পড়ে রঞ্জি খেলতে নেমেছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়াররা। কিন্তু জম্মু–কাশ্মীরের অনামী বোলারদের কাছে কেঁপে গেলেন তাঁরা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া গ্রুপের ম্যাচে রোহিত করেন মাত্র ৩ রান। টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিল মুম্বই। ওপেন করতে নামেন রোহিত–যশস্বী। প্রথম ইনিংসে বাঁহাতি ব্যাটার করলেন মাত্র ৫। রান পাননি শ্রেয়স আইয়ারও। ফিরে যান মাত্র ১১ রান করে। শিবম দুবে খাতাই খুলতে পারেননি। অধিনায়ক রাহানে করেন মাত্র ১২।

 

মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু–কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই। প্রথম ইনিংসে রোহিত ১৯ বল খেলে ৩ রান করে আউট হন। উমর নাজিরের বল ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। লাল বলের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা ফের এক বার প্রকাশ্যে এল। বাউন্সারে বারবার বিব্রত হতে দেখা গিয়েছে রোহিতকে। রোহিতের ক্যাচ ধরেন যুধবীর সিং। দ্বিতীয় ইনিংসে সেই যুধবীরের বলেই আউট হলেন রোহিত।