আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিলের পাশাপাশি চলছে পাকিস্তান সুপার লিগ। ক্রিকেট ভক্তরা পাশাপাশি দুটো ফ্রাঞ্চাইজি লিগ উপভোগ করছেন। প্রাক্তন ক্রিকেটাররাও ধারাভাষ্য দিতে ব্যস্ত।


যেমন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। তিনিও দুটো লিগের দিকেই নজর রাখছেন। আর তা করতে গিয়ে করে ফেললেন মারাত্মক ভুল। পিএসএলে ভাল ক্যাচের পুরস্কার দিতে গিয়ে রামিজ বলে ফেললেন, এটাই আইপিএলের সেরা ক্যাচ!‌


মঙ্গলবার পিএসএলে খেলা ছিল মুলতান সুলতানস ও লাহোর কালান্দার্সের। খেলা শেষে জোশুয়া লিটলকে সেরা ক্যাচের পুরস্কার দিতে ডাকেন রামিজ। আর তখনই বলে ফেলেন, ‘‌আইপিলের সেরা ক্যাচের পুরস্কার।’‌


অনুষ্ঠান মঞ্চে থাকা বাকিরা রামিজের কথায় হতবাক হয়ে যান। পাক ক্রিকেট ভক্তরা এই ভুলের জন্য রামিজের ক্ষমা দাবি করেছেন।


প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি ও পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এবার পিএসএল শুরু হয়েছে দেরিতে। অন্যান্যবার পিএসএল শুরু হয়ে যায় ফেব্রুয়ারি–মার্চে। আর আইপিএল হয় মার্চ থেকে মে। কিন্তু এবারই প্রথম আইপিএলের পাশাপাশি চলছে পিএসএল। যদিও ধারেভারে আইপিএলের কাছে নেই পিএসএল।
তবুও অনেক প্রাক্তন পাক ক্রিকেটারের দাবি, পিএসএলের উন্মাদনা নাকি তুঙ্গে।