আজকাল ওয়েবডেস্ক: লিডসে দাপটের সঙ্গে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ৩৫৯। জোড়া শতরান যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিলের। ঋষভ পন্থেরও সেঞ্চুরির সম্ভাবনা রয়েছে। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। দু'হাতে চ্যালেঞ্জ লুফে নেয় টিম ইন্ডিয়া। শুরুতে ভীত গড়ে দেন কেএল রাহুল এবং যশস্বী জয়েসওয়াল।‌ পরবর্তীতে দায়িত্ব কাঁধে তুলে নেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের খেলার অপেক্ষায় ভারতের ক্রিকেট ভক্তরা। কিন্তু লিডসের আবহাওয়া আশঙ্কা বাড়াচ্ছে। 

প্রথম দিন একপশলা বৃষ্টি হয়নি। রোদ ঝলমলে দিন ছিল। পুরো খেলা হয়। দ্বিতীয় দিনও এমনই পরিবেশের আশায় ক্রিকেট ভক্তরা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস আশঙ্কা বাড়াচ্ছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সকালের দিকে রোদের দেখা মিলবে। তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রির আশপাশে থাকবে। তবে পরের দিকে আবহাওয়া বদলাতে পারে। দুপুরের পর বৃষ্টি হতে পারে। সম্ভাবনা ৮৬ শতাংশ। আকাশ ৪৫ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। আদ্রতা থাকবে ৫৭ শতাংশ। ৩১ শতাংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৭৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। যা ভারতের মোমেন্টাম নষ্ট করতে পারে। তবে মাথা ঠাণ্ডা রেখে দলকে রানের পাহাড়ে পৌঁছে দিতে চাইবেন গিল এবং পন্থ।