আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। এবার ইতিহাসের চাকা ঘোরাতে মরিয়া টিম ইন্ডিয়া। প্রত্যেক প্লেয়ারের থেকে ম্যাচ উইনিং পারফরম্যান্স চান রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার পিচে ব্যাট করার চ্যালেঞ্জের কথা জানান ভারতের কোচ। বিশেষ করে সেঞ্চুরিয়ান এবং জোহানেসবার্গে। জানান, ওখানকার উইকেটে মুভমেন্টের পাশাপাশি বাউন্সও থাকে। এইধরনের পিচে রান পেতে নির্দিষ্ট গেমপ্ল্যান থাকা উচিত বলে মনে করেন দ্রাবিড়। একইসঙ্গে জানান, দায়িত্বশীল ব্যাটিংয়ের কথা। রাহুল দ্রাবিড় বলেন, "পরিসংখ্যান বলে দিচ্ছে ওখানে ব্যাট করা চ্যালেঞ্জিং। বিশেষ করে সেঞ্চুরিয়ান এবং জোহানেসবার্গে ব্যাট করা যথেষ্ট কঠিন। প্রত্যেক ব্যাটারের আলাদা গেমপ্ল্যান থাকা দরকার। যতক্ষণ নিজেদের লক্ষ্য নিয়ে স্পষ্ট ধারণা থাকবে দলের এবং সেদিকে এগিয়ে যাবে, সব ঠিক থাকবে।" দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শারীরিকের পাশাপাশি মানসিক দৃঢ়তাও প্রয়োজন বলে মনে করেন দ্রাবিড়। প্লেয়ারদের থেকে ম্যাচ উইনিং পারফরম্যান্স চান ভারতের কোচ। দ্রাবিড় বলেন, "সবার থেকে একই ধরনের ক্রিকেটের প্রত্যাশা করি না। সবাইকে নিজের সেরাটা দিতে হবে। পরিকল্পনা মাফিক এগোতে হবে। তারমধ্যে অনেকটাই মানসিক। যদি কোনও ব্যাটার শুরুটা ভাল করে, উইকেটে সেট হয়ে যায়, তাহলে তার ফায়দা তুলতে হবে। ম্যাচ জেতানো ইনিংস খেলতে হবে।" দক্ষিণ আফ্রিকা সফরে তিনটে টি-২০, তিনটে একদিনের ম্যাচ এবং দুটো টেস্ট খেলবে ভারত। যাবতীয় প্রতিকূলতা জয় করে টেস্ট সিরিজে ভাগ্যের চাকা ঘোরাতে চাইবেন রোহিতরা।‌