আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড় এখনও আবেগের এক নাম। একসময়ে উইকেটে কামড়ে পড়ে থাকতেন। ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' নামে পরিচিত ছিলেন। সেই রাহুল দ্রাবিড়কে ব্যাট হাতে ফের মাঠে দেখা গেল। এবার অবশ্য ছেলের সঙ্গে ব্যাট করলেন। তবে প্রত্যাবর্তনের এই ম্যাচে রাহুল দ্রাবিড় রান পাননি। ৮ বলে ১০ রান করেন ভারতীয় ক্রিকেটের 'মিস্টার ডিপেনডেবল'। 

বাবা-ছেলে প্রতিযোগিতামূলক ম্যাচে একসঙ্গে নেমেছেন এমন নজির স্মরণকালের মধ্যে নেই। সেদিক থেকে দেখলে রাহুল দ্রাবিড় ও তাঁর ছেলে একসঙ্গে খেলতে নেমে একপ্রকার অবাকই করে দেন সবাইকে। 

শ্রী নাসুর মেমোরিয়াল শিল্ড তৃতীয় বিভাগের একটি ম্যাচে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলে দ্রাবিড় ও তাঁর ছেলে অন্বয়। বাবার ব্যর্থতার দিনে ছেলে অবশ্য হাফ সেঞ্চুরি করেন। ৫৮ রান করেন অন্বয় দ্রাবিড়। সেই ম্যাচে সেঞ্চুরি পান স্বপ্নিল ইয়েলভে। তিনি ১০৭ রান করেন। ইয়ং লায়ন্সের বিরুদ্ধে বিজয়া ক্লাব করে ৭ উইকেটে ৩৪৫ রান। দ্রাবিড়ের ছেলে অন্বয় উইকেটকিপার। পাশাপাশি ব্যাটের হাতও ভাল। দ্রাবিড়ের আরেক ছেলে সমিতও ক্রিকেট খেলেন। রাহুল দ্রাবিড়ের নাম উচ্চারিত হলে এখনও অনেকে নস্ট্যালজিক হয়ে পড়েন। মহেন্দ্র সিং ধোনির মতো বিচক্ষণ অধিনায়ক পর্যন্ত বলেন, ''বোলারের তীব্র গতিতে ধেয়ে আসা বাউন্সার যখন ব্যাট দিয়ে নামান সেটা আগ্রাসন নয়?'' রাহুল দ্রাবিড় নামটি উচ্চারিত হলে ক্রিকেটভক্তদের মনে পড়ে ঘর্মাক্ত দ্রাবিড় ইডেনের পড়ন্তবেলায় ভিভিএস লক্ষ্মণের সঙ্গে প্যাভিলিয়নে ফিরছেন। তার আগে অস্ট্রেলিয়ার বিষাক্ত বোলিং সামলে ১৮০ রানের অমর এক ইনিংস খেলেছেন। 

রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তার আগে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রানার্স হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত ফাইনালে উঠেছিল। সেই দ্রাবিড় জাতীয় দলের কোচের চেয়ার ছেড়ে দিয়ে ফিরে এসেছেন আইপিএলে। 

তার আগে পিতা-পুত্রর একসঙ্গে ক্রিকেট খেলা সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়।