আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর টেস্টে শতরান পেয়েছেন বিরাট কোহলি। পারথ টেস্টে করেছেন অপরাজিত ১০০ রান। কিউয়ি সিরিজে রান না পাওয়ায় তুমুল সমালোচিত হয়েছিলেন বিরাট। অবশেষে দিয়েছেন জবাব। এবার রাহুল দ্রাবিড় মনে করছেন, গোটা সিরিজেই অসিদের ভোগাবেন বিরাট। রীতিমতো অস্ট্রেলিয়াকে হুঙ্কার দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ।
পারথ টেস্টে ৩০ তম শতরান করেছেন বিরাট। রাহুল বলেছেন, ‘দারুণ ব্যাটিং করেছে বিরাট। এমনকী দক্ষিণ আফ্রিকাতেও টি২০ বিশ্বকাপে যথেষ্ট ভাল খেলেছিল বিরাট। ফাইনালে পারফর্ম করেছিল। এবার টেস্টেও বিরাটকে রান করতে দেখে ভাল লাগল। আমার মনে হয় সিরিজটা বিরাটের জন্য ভাল যাবে।’
এদিকে সানি গাভাসকার জানিয়েছেন, ‘পারথে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় বিরাটকে ঝকঝকে লাগছিল। প্রথম ইনিংসে দুই উইকেট পড়ে যাওয়ার পর বিরাট ব্যাট করতে এসেছিল। যথেষ্ট চাপে ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভাল শুরু হওয়ার পর বিরাট সেট হওয়ার সুযোগ পেয়েছিল। বাউন্সটা বুঝে নিয়েছিল। সেকারণেই শতরানটা পেয়েছে।’
৬ ডিসেম্বর থেকে শুরু হবে পিঙ্ক বল টেস্ট। এডিলেডে পিঙ্ক বলে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। তবে পারথ টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর অসিরা বেশ চাপে। বুমরা তো আছেনই। সিরাজ, রানা, রেড্ডিরাও পারথে যথেষ্ট ভাল বল করেছেন। তাই এডিলেড টেস্ট এবার এত সহজ হবে না। আর ভারত সিরিজে এগিয়ে ১–০ ব্যবধানে। সিরিজে ফেরার লড়াই অসিদের। আর ভারতের এগিয়ে যাওয়ার।
