আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ব্যতিক্রম নয় রাজস্থান রয়্যালসও। তবে বুধবার যে ছবি সামনে এসেছে, সেটা দেখে অনেকেই চমকে গিয়েছে। পায়ে চোট পেয়েছেন রাহুল দ্রাবিড়। তবে সেটা ফ্র্যাঞ্চাইজির প্রস্তুতিতে বাধা সাধতে পারেনি। জয়পুরে ক্রাচ নিয়ে অনুশীলনে যোগ দেন দ্রাবিড়। এক সপ্তাহ আগে বেঙ্গালুরুতে ক্লাব ম্যাচে বাঁ পায়ে চোট পান প্রাক্তন তারকা। আইপিএল ফ্রেঞ্চাইজি বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়, 'বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আজ জয়পুরে দলের সঙ্গে যোগ দেবেন।'
বাঁ পায়ে মেডিকেল ওয়াকিং বুট পরে ছিলেন দ্রাবিড়। কিন্তু প্র্যাকটিস সেশনে পুরোদমে অংশ নেন। প্লেয়ারদের সঙ্গে হাত মেলান। তারপর রিয়ান পরাগ সহ অন্যান্য তরুণ প্রতিভার সঙ্গে কথা বলেন। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। দ্রাবিড়কে শ্যাডো শট দেখায় তরুণ বাঁ হাতি ওপেনার। কিংবদন্তির উপদেশ নেন। ক্রাচ নিয়ে পুরো প্র্যাকটিস সেশনে নজর রাখেন। একটি আলাদা পোস্টে রাহুল দ্রাবিড়ের অনুশীলনে আসার ভিডিও পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাঁর দায়বদ্ধতার প্রশংসা করে নেটিজেনরা। প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত রাজস্থান রয়্যালসে ছিলেন দ্রাবিড়। ২০১৪ সালে এখান থেকেই কোচিং কেরিয়ার শুরু করেন। অধিনায়ক থেকে মেন্টর হন।
