আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জট এখনও কাটেনি। টুর্নামেন্ট নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সুমের আহমেদ সৈয়দকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, কোনওভাবেই টুর্নামেন্ট দেশের বাইরে যেতে দিতে রাজি নয় বোর্ড কর্তারা। মহসিন নাকভি বলেন, 'এত বড় প্রতিযোগিতার দায়িত্ব সামলানোর জন্য সুমের আদর্শ। আমরা গোটা বিশ্বকে দেখাতে চাই যে আমরা সফলভাবে প্রতিযোগিতা আয়োজন করতে পারি। ক্রিকেটার এবং দর্শকদের সবরকম সুযোগ সুবিধার দিকে নজর দেওয়া হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।'
নাকভি জানান, ভারতের না আসার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তার উত্তর এখনও তাঁরা পায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার জন্য বিসিসিআইকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই জট কাটার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে বসল পিসিবি। অভিযোগ, বিসিসিআই অন্য দেশের ক্রিকেট বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিচ্ছে। বলা হয়েছে, আইসিসির থেকে যে আয় হয়, তার ভাগ তাঁদের দেওয়া হবে। দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। তার প্রতিদানে কিছু দাবি করেছে ভারতীয় বোর্ড। জানানো হয়েছে, পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে তাঁরা যেন ভারতীয় বোর্ডকে সমর্থন করে। তবে এই বিষয়ে আইসিসির কাছে কোনও অভিযোগ জানায়নি পিসিবি। বোঝাই যাচ্ছে, এইসব করে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে পিসিবি।
