আজকাল ওয়েবডেস্ক: আইসিসির চাপে পড়ে এবার হাইব্রিড মডেলেই সম্মতি দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশির উসমানির সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করা নিয়ে আলোচনা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতি থেকেই স্পষ্ট, শেষপর্যন্ত তাঁরা হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি করার দিকে এগোচ্ছে। আইসিসি অ্যাসোসিয়েট মেম্বারস কমিটির চেয়ারম্যান উসমানি। তবে অধিকাংশ ম্যাচ পাকিস্তানে করার বিষয়ে আশাবাদী পিসিবি। নাকভি দাবি করেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। সব দলের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেন। একই সঙ্গে জানান, স্টেডিয়াম সংস্কারের কাজ সঠিক সময় মতো শেষ হয়ে যাবে।
পিসিবির প্রধান জানান, নিজেদের দেশে সেরা দল এবং প্লেয়ারদের আপ্যায়ন করতে তৈরি পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা। শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নির্দেশিকা দিয়ে দেয় আইসিসি। স্পষ্ট জানিয়ে দেওয়ায় হয়, হাইব্রিড মডেল গ্রহণ না করলে, পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এদিন আইসিসির বোর্ড অফ ডিরেক্টরদের বৈঠকে বসার কথা ছিল। সেই মিটিং না হলেও, নিজেদের মধ্যে কথা বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এরপরই নড়েচড়ে বসে পিসিবি কর্তারা। বুঝতে পারে, আইসিসির প্রস্তাবে রাজি না হলে, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হয়ে যাবে। তার আগে পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে রাজি ছিল না তাঁরা। নাছোড় মনোভাব ছিল বোর্ড কর্তাদের। আর কোনও গতি নেই বুঝে শেষপর্যন্ত সুর নরম পিসিবির কর্তাদের।
