আজকাল ওয়েবডেস্ক : ভারতের পঙ্কজ আডবানি ও সৌরভ কোঠারি বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন। কাতারের দোহায় গতকাল তাঁরা সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয়ী হন। ২৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন পঙ্কজ আডবানি অবশ্যই এই ম্যাচে এগিয়ে থেকে শুরু করবেন। অন্যদিকে সৌরভও ফাইনালে তাকে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না। তবে ফাইলালে যেই জিতুক না কেন ট্রফি যে ভারতের ঝুলিতেই আসতে চলেছে সেকথা বলার অপেক্ষা রাখে না।
