আজকাল ওয়েবডেস্ক: বাহরিনে অনুষ্ঠিত একটি বেসরকারি কবাডি টুর্নামেন্টে ‘ইন্ডিয়া’ নামধারী দলের হয়ে খেলায় নেমে বিতর্কে জড়ালেন পাকিস্তানি কবাডি খেলোয়াড় উবাইদুল্লা রাজপুত।

গত ১৬ ডিসেম্বর জিসিসি কাপ প্রতিযোগিতায় রাজপুতকে ভারতীয় জার্সি এবং হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে মাঠে দেখা যাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা পাকিস্তান জুড়ে।

এই ঘটনার জেরে পাকিস্তান কবাডি ফেডারেশন (পিকেএফ) কড়া অবস্থান নিয়েছে। পিকেএফ জানিয়েছে, রাজপুত সহ ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতে আগামী ২৭ ডিসেম্বর জরুরি বৈঠক ডাকা হয়েছে।

পিকেএফ-এর সচিব রানা সরওয়ার জানান, বাহরিনের এই টুর্নামেন্টটি ছিল সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। সেখানে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন দেশের নামে দল তৈরি করা হয়েছিল।

যেমন ভারত, পাকিস্তান, কানাডা, ইরান প্রভৃতি। তবে তাঁর দাবি, প্রত্যেকটি দলে সংশ্লিষ্ট দেশের খেলোয়াড়রাই থাকার কথা।

সরওয়ার বলেন, ‘ভারতীয় খেলোয়াড়রা ভারত নামের দলে খেলেছে। সেই পরিস্থিতিতে উবাইদুল্লাহর ওই দলে খেলা একেবারেই গ্রহণযোগ্য নয়,’ বলেন সরওয়ার।

রানা সরওয়ার জানান, অন্তত ১৬ জন পাকিস্তানি খেলোয়াড় ফেডারেশন বা পাকিস্তান স্পোর্টস বোর্ডের বাধ্যতামূলক অনুমতি না নিয়েই বাহরিন গিয়েছিলেন।

তিনি স্পষ্ট করে বলেন, শুধু রাজপুত নন, অনুমতি ছাড়া পাকিস্তান দলের নাম ব্যবহার করে যারা খেলেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

‘যাঁরা বেআইনিভাবে পাকিস্তান দলের নাম নিয়ে খেলেছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে,’ জানান তিনি। তাঁর এই মন্তব্যের পর বিতর্ক আরও ঘনীভূত হয়।

তবে বিতর্কের মাঝেই প্রকাশ্যে ক্ষমা চান উবাইদুল্লাহ রাজপুত। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তাঁকে একটি বেসরকারি টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং শুরুতে তিনি জানতেন না যে তাঁর দলকে ‘ইন্ডিয়া’ নামে চিহ্নিত করা হয়েছে।

‘পরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি আয়োজকদের অনুরোধ করি যেন ভারত ও পাকিস্তান নাম ব্যবহার না করা হয়,’ বলেন তিনি।

রাজপুত আরও জানান, অতীতেও বেসরকারি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একসঙ্গে দল হিসেবে একসঙ্গে খেলেছেন, তবে কখনওই জাতীয় দলের নামে নয়। ‘আগেও এমন প্রতিযোগিতা হয়েছে, কিন্তু সেগুলিতে কখনও ভারত বা পাকিস্তান নামে দল ছিল না,’ বলেন তিনি।

তিনি জোর দিয়ে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার কথা তিনি কল্পনাও করতে পারেন না।

তাঁর দাবি, গোটা বিষয়টি আয়োজকদের তৈরি করা এক ভুল বোঝাবুঝির ফল। রাজপুত বলেন, ‘ভারতের হয়ে খেলার কোনও ইচ্ছাই আমার ছিল না। দু’পক্ষের ভুল বোঝাবুঝিতে গোটা বিষয়টা ঘটে গিয়েছে।’