আজকাল ওয়েবডেস্ক: লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা নিয়ে খেলা দেখতে ঢোকায় এক পাক সমর্থককে মারধর ও গলাধাক্কা দিয়ে বের করে দিল নিরাপত্তারক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় এমনটাই দেখা গিয়েছে।

ভারতের জাতীয় পতাকা দেখা যাচ্ছে না পাকিস্তানের মাটিতে। তা নিয়ে জোরালো বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে অবশ্য ভারতের জাতীয় পতাকা দেখা  গিয়েছে পাক মুলুকে। এবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে এক পাক ভক্ত গ্যালারিতে ভারতের পতাকা ওড়ানোর ফলে নিরাপত্তারক্ষীরা তাঁকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেন।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ড, দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হের টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান।

 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ছিটকে যাওয়ায় দেশ জুড়ে তীব্র সমালোচিত পাকিস্তান ক্রিকেট টিম। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও কিন্তু পাকিস্তানের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। 

 

?ref_src=twsrc%5Etfw">February 24, 2025