আজকাল ওয়েবডেস্ক: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। সমীর মিনহাসের ঐতিহাসিক শতরানে ভর করে ফাইনালে পাকিস্তানের জয়ের পর মাঠের বাইরে শুরু হয়েছে বিতর্ক।
ম্যাচ চলাকালীন কয়েকটি উত্তপ্ত মুহূর্তকে কেন্দ্র করে এবার আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।
রবিবার অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৭ রান তোলে। জবাবে ভারতের অনুর্ধ্ব-১৯ দল মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়।
ফলে ১৯১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে পাকিস্তান। এই নিয়ে গত ১৩ বছরে পাকিস্তানের প্রথমবার অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জিতল।
আর এতদিন পর দেশে ট্রফি আসতেই লাফালাফি শুরু করে দিয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বীরা। এবারের অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা সামগ্রিকভাবে পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আয়োজিত অনুর্ধ্ব-১৯ দলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহসিন নকভি জানান, ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে আইসিসি-তে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হবে।
নকভি বলেন, ‘অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উস্কানি দিয়েছে। পাকিস্তান এই ঘটনাটি নিয়ে আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে জানাবে। রাজনীতি এবং খেলাধুলা সব সময় আলাদা রাখা উচিত।’
এই বিষয়ে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও ভারতের আচরণের সমালোচনা করেন। তাঁর মতে, ম্যাচ চলাকালীন ভারতের ব্যবহার ক্রিকেটের ‘স্পিরিট অফ দ্য গেম’-এর পরিপন্থী।
সরফরাজ বলেন, ‘ম্যাচে ভারতের আচরণ উপযুক্ত ছিল না। এমনকী তা ক্রিকেটের চেতনাকে আঘাত করেছে। তা সত্ত্বেও আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা বজায় রেখে জয় উদযাপন করেছি। ক্রিকেট সব সময় সঠিক মানসিকতা নিয়ে খেলা উচিত। ভারতের আচরণ তাদের মানসিকতারই প্রতিফলন।’
উল্লেখ্য, চলতি বছরের সিনিয়র পুরুষ এশিয়া কাপের সময়েও ভারত-পাকিস্তান ম্যাচগুলিতে উভয় দলের একাধিক খেলোয়াড় আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
সেই তালিকায় ছিলেন হ্যারিস রউফ ও সূর্যকুমার যাদবের মতো তারকারাও। পাকিস্তানের বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে লজ্জাজনক হারের বিষয়টি কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সদ্য সমাপ্ত টুর্নামেন্টে আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন দলের পারফরম্যান্স খতিয়ে দেখতে বিসিসিআই একটি বিস্তারিত রিভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে।
ফাইনালে ওঠার আগে টিম ইন্ডিয়া ছিল দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টে সব ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে শিরোপা দখলের লড়াইয়ে পৌঁছেছিল তারা। কিন্তু দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ে।
অনুর্ধ্ব-১৯ দল ভারতকে কার্যত একতরফা ভাবে পরাস্ত করে ১৯১ রানের বিশাল জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ৩৪৭ রান।
জবাবে ভারতীয় দল মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে যায়। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, সোমবার অনুষ্ঠিত বিসিসিআইয়ের অনলাইন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই এই রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে এশিয়া কাপে দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয় এবং সদস্যরা একমত হন যে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
বিশেষ করে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাখ্যা চাইতে পারে বোর্ড।
