আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজি। 


আইপিএল শুরু হতে এখনও অন্তত তিন মাস বাকি। এতদিন আগে থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে লখনউ ফ্রাঞ্চাইজি। ঘরোয়া ক্রিকেটের বোলার আবেশ খান ও মহসিন খানকে তাঁরা দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে। লখনউয়ের দক্ষিণ আফ্রিকার দল ডারবান সুপার জায়ান্টসে প্রস্তুতি সারবেন দুই পেসার। যাওয়ার কথা আরেক পেসার নমন তিওয়ারিরও। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই তিন বোলার ডারবান উড়ে যেতে পারেন।


আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি লিগ। যা চলবে এক মাস ধরে। খবর যা, তাতে দক্ষিণ আফ্রিকা পাঠানোর শর্টলিস্টে নাম রয়েছে টিমের দুই পেসার আবেশ খান এবং মহসিন খানের। নমন তিওয়ারিকেও পাঠানো হতে পারে। আগামী সপ্তাহের কোনও এক সময় ডারবান উড়ে যাবেন প্লেয়াররা। এটা ঘটনা আবেশ বা মহসিনের সঙ্গে ভারতীয় বোর্ডের কোনও চুক্তি নেই। নিজেদের রাজ্য দলের অংশও তাঁরা নন। তবে যাতে পরে কোনও সমস্যা না হয়, সে কারণে দু’জনকে নিয়েই বোর্ডের ছাড়পত্র নিয়ে রেখেছে লখনউ কর্তৃপক্ষ। ঘরোয়া ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকা পাঠানো হচ্ছে ট্রেনিংয়ের জন্য। যেখানে তারা ডারবান সুপার জায়ান্টস প্লেয়ারদের সঙ্গে ট্রেনিং করে নিজেদের স্কিল আরও উন্নত করতে পারবেন।


প্রসঙ্গত, ল্যান্স ক্লুজনার, ভরত অরুণ, কার্ল ক্রো’‌রা লখনউয়ের ডারবান ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের সঙ্গে যুক্ত। যাঁরা কি না আবার লখনউ সুপার জায়ান্টসের সঙ্গেও রয়েছেন। এদিকে, আবেশ ও মহসিনের রিহ্যাব চলছে। তাঁরা চোট সারিয়ে ওঠার পথে। উত্তরপ্রদেশের পেসার কুড়ি বছরের নমন তিওয়ারিকে আবার ভবিষ্যতের লগ্নি হিসেবে দেখছে লখনউ। বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশ টিমে দলে রাখা হয়নি নমনকে। তাই তাঁকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যেতে সমস্যা নেই। এমনটাই মনে করছে লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। প্রসঙ্গত, নমনকে ১ কোটি টাকায় মিনি নিলামে কিনেছে গোয়েঙ্কার ফ্রাঞ্চাইজি। 

এদিকে, ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা প্রথমবার টি–টোয়েন্টি আন্তর্জাতিকে বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠলেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরেই শীর্ষে চলে এলেন দীপ্তি। অন্যদিকে, একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় স্মৃতি মান্ধানাকে সরিয়ে ফের শীর্ষে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।