অন্ধ বুলগেরীয় রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবাভাঙ্গা আবারও আলোচনার কেন্দ্রে। তাঁর অনুগামীদের দাবি, বাবাভাঙ্গা ২০২৬ সালে মানবজাতির সঙ্গে এক নতুন ভিনগ্রহী সভ্যতার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের ভবিষ্যদ্বাণী করেছিলেন। যদিও তাঁর ভবিষ্যদ্বাণীগুলি কোথাও লিখিত আকারে পাওয়া যায় না। বাবাভাঙ্গার মৃত্যুর পর তাঁর ভাতিজি ক্রাসিমিরা স্তোয়ানোভা এবং কয়েকজন ঘনিষ্ঠ অনুসারী তাঁর দেখা “দর্শন”-গুলিকে নথিবদ্ধ করেন।
2
9
অনুগামীদের মতে, বাবাভাঙ্গা ২০২৬ সালের নভেম্বর মাসে পৃথিবীতে একটি “বিশাল মহাকাশযান” অবতরণের দৃশ্য দেখেছিলেন। এই ঘটনাই হবে মানবসভ্যতা ও ভিনগ্রহী প্রাণীর মধ্যে প্রথম সরকারি যোগাযোগ। তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিয়েছেন যে, এই ধরনের ভবিষ্যদ্বাণীর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং সেগুলিকে খুব সতর্কতার সঙ্গে দেখা উচিত।
3
9
উল্লেখ্য, বাবাভাঙ্গা ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারানোর পর থেকেই ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেছিলেন বলে তাঁর অনুগামীরা বিশ্বাস করেন। এর আগেও তিনি নভেম্বর ২০২৫ সালের জন্য একই ধরনের এক ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেখানে বলা হয়েছিল কোনও বড় ক্রীড়া ইভেন্টের সময় ভিনগ্রহীরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করবে।
4
9
সেই সময় কেউ কেউ সৌরজগতে প্রবেশ করা আন্তঃনাক্ষত্রিক ধুমকেতুর সঙ্গে এই ভবিষ্যদ্বাণীর যোগসূত্র খুঁজতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি।
5
9
তবু ২০২৬ সালের জন্য একই ভবিষ্যদ্বাণী ফের ভাইরাল হওয়ায় নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রেডিকশন মার্কেট পলিমার্কেট জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে ভিনগ্রহী অস্তিত্ব “সরকারিভাবে স্বীকৃত” হওয়ার সম্ভাবনা ১২ শতাংশ।
6
9
আরও দাবি করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউএফও ও ভিনগ্রহী সংক্রান্ত বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং চলতি বছরের শেষের আগে গোপন ইউএফও নথি প্রকাশ হতে পারে। তাই বিষয়টি নিয়ে ফের তৈরি হয়েছে নতুন জল্পনা।
7
9
পলিমার্কেটের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বরের মধ্যেই এই সম্ভাবনার অডস এক লাফে সিঙ্গেল ডিজিট থেকে ৭০ শতাংশের মাঝামাঝি পৌঁছে যায় এবং এক সময় ৮১ শতাংশেও ছুঁয়েছিল। তবে এই বাজি কার্যকর হবে শুধুমাত্র তখনই, যদি আগে গোপন রাখা নথি, ভিডিও বা রিপোর্ট প্রকাশ্যে আসে। অস্পষ্ট ফাঁস বা গুজবকে ধরা হবে না। তা সত্ত্বেও প্রায় ২ লক্ষ ৩৩ হাজার মার্কিন ডলার এই চুক্তিতে বিনিয়োগ হয়েছে।
8
9
২০২৫ সালজুড়েই এলিয়েন ও ইউএফও নিয়ে আলোচনা তুঙ্গে ছিল, বিশেষ করে নতুন ধুমকেতু আবিষ্কারের পর। কিছু বিজ্ঞানী এমনকি এটিকে “ভিনগ্রহী যান” বলেও দাবি করেছিলেন। যদিও নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরা এসব দাবি খারিজ করে একে সাধারণ ধুমকেতু বলেই ব্যাখ্যা করেছেন।
9
9
এদিকে, বাবাভাঙ্গার ২০২৬ সালের অন্যান্য ভবিষ্যদ্বাণীর মধ্যেও রয়েছে বিশ্বযুদ্ধের আশঙ্কা, পশ্চিমের পতন, ভ্লাদিমির পুতিনের বিশ্বনেতা হিসেবে উত্থান এবং আরও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। সত্যি ভবিষ্যদ্বাণী না কি কেবল কল্পনা—তা সময়ই বলবে, তবে বিতর্ক যে থামছে না, তা বলাই বাহুল্য।