আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরবেন বিরাট কোহলি। তার আগেই হতাশ হতে হল তারকা ক্রিকেটারের ভক্তদের। দিল্লি এবং অন্ধ্র প্রদেশের হাই-প্রোফাইল ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফি শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হল। যদিও কোহলি শেষপর্যন্ত খেলবেন কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু ম্যাচের স্থান বদলের কথা জানিয়ে দিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। বেঙ্গালুরুর স্টেডিয়ামে কোনও ম্যাচ রাখা হয়নি। চিন্নস্বামী স্টেডিয়ামের সমস্ত ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। মঙ্গলবার সকালে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই নির্দেশিকা আসে। জানানো হয়, নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে, শহরের থেকে দূরে ম্যাচগুলো ক্লোজড ডোরে খেলা হবে। যার ফলে ফ্যানরা স্টেডিয়ামের বাইরে জমায়েত হতে পারবে না।
আশা করা হচ্ছে, বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে দেখার জন্য ভিড় করবে সমর্থকরা। দিল্লির বেশ কিছু ম্যাচে খেলবেন দুই তারকা ক্রিকেটার। গত সপ্তাহেই দিল্লির ম্যাচগুলো বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা ঘোষণা করে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু এদিন তাতে হস্তক্ষেপ করে কর্ণাটক সরকার। তুলে ধরা হয় স্টেডিয়ামের নিরাপত্তার কথা। চলতি বছর আইপিএল জয়ের সেলিব্রেশনে মর্মান্তিক ঘটনা ঘটে চিন্নস্বামীতে। ১১ জন প্রাণ হারায়। যার মধ্যে ছিল একটি বাচ্চাও। একধিক চোট পায়। প্রাথমিকভাবে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন দুটো স্ট্যান্ড সমর্থকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাতে ২০০০ থেকে ৩০০০ জন খেলা দেখার সুযোগ পেত। কিন্তু এই প্রস্তাব খারিজ করে দেয় কর্ণাটক সরকার। এর ফলে দীর্ঘ বছর পর কোহলির ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন রুদ্ধদ্বারেই হবে। দিল্লিকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। যা চাক্ষুষ করার সুযোগ পাবে না ভক্তরা। কোহলি এবং পন্থ ছাড়াও দিল্লির হয়ে খেলবেন ইশান্ত শর্মা এবং নবদীপ সাইনি।
দীর্ঘ কাঠখড় পোড়ানোর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে রাজি হন কোহলি। কয়েকদিন আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তারকা ক্রিকেটার। তবে তার আগে দিনভর নাটক চলে। শেষমেষ বোর্ডের নির্বাচকদের পরামর্শ মেনে নেন। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই ঘরোয়া টুর্নামেন্ট। দীর্ঘ ১৫ বছর পর বিজয় হাজারেতে ফিরছেন কোহলি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে শেষবার সার্ভিসেসের সঙ্গে খেলতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। সম্প্রতি গৌতম গম্ভীর একটি শর্ত রেখেছেন ক্রিকেটারদের সামনে। কোনও ক্রিকেটার জাতীয় দলে খেলতে চাইলে, তাঁকে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে। যার ফলে বেশ কয়েকদিন আগেই বিজয় হাজারেতে অংশ নেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন রোহিত শর্মা। কিন্তু পুরোপুরি চুপ ছিলেন কোহলি। তারপর ঘরোয়া একদিনের টুর্নামেন্টে অংশ নিতে চাননি। বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। অবশেষে বিসিসিআইয়ের নির্বাচকরা কয়েকটা ম্যাচ খেলার বিষয়ে কোহলিকে রাজি করিয়ে ফেলেছে।
