আজকাল ওয়েবডেস্ক:‌ হাসপাতালে ভর্তি লিওনেল মেসির বোন। জানা গেছে, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন মেসির বোন মারিয়া সোল মেসি। দুর্ঘটনায় মেসির বোনের মেরুদণ্ডের হাড় ভেঙেছে। শরীরের বেশ কিছু জায়গা পুড়েও গিয়েছে। প্রসঙ্গত, নতুন বছরেই বিয়ের পরিকল্পনা ছিল মেসির বোনের। কিন্তু তা আপাতত স্থগিত রাখা হয়েছে।


সূত্রের খবর, আমেরিকার মায়ামিতেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মারিয়া। নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দেওয়ালে ধাক্কা মারেন। যার ফলে তাঁর শরীরের কিছুটা অংশ পুড়ে যায় এবং মেরুদণ্ডে চোট পান তিনি। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মেসির মা সেলিয়া জানিয়েছেন, মারিয়ার কবজির কিছু অংশ পুড়ে গেছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর গোড়ালি ভেঙে গেছে। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে মেসির বোন বিপদ্মুক্ত। তবে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অনেকটা সময় লাগবে।


এই দুর্ঘটনার জেরে মারিয়ার বিয়েও পিছিয়ে গেছে। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে দীর্ঘদিনের প্রেমিক হুলিয়ানের সঙ্গে বিয়ের কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠানে মেসিরও থাকার কথা ছিল। মারিয়ার প্রেমিক হুলিয়ান এখন ইন্টার মায়ামির অনূর্ধ্ব ১৯ দলের সহকারী কোচ। তাঁরও ছোটবেলা কেটেছে রোজারিওতে। ছোটবেলা থেকেই মারিয়ার সঙ্গে প্রেম তাঁর। কিন্তু মারিয়ার দুর্ঘটনার জন্য আপাতত বিয়েটা হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য সেটা পিছিয়ে দেওয়া হয়েছে।

 
প্রসঙ্গত, তিন দিনের ভারত সফর সেরে সদ্য দেশে ফিরেছেন মেসি। আর ফিরেই পেলেন এই দুঃসংবাদ। ভারত সফরের পর মেসি এখন ছুটিতে রয়েছেন। তিনিও রোজারিওতেই রয়েছেন। সেখানে অবসর যাপনের পাশাপাশি বোনের বিয়েতেও সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। কিন্তু আচমকা দুর্ঘটনা সব পরিকল্পনা আপাতত ভেস্তে দিল। 

প্রসঙ্গত, সদ্যই ভারত সফরে এসেছিলেন মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ, রড্রিগো ডি’‌পল। কলকাতা দিয়ে শুরু হয়েছিল মেসির ভারত সফর। কিন্তু সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। যুবভারতীতে মেসিকে ভালভাবে দেখতে না পেয়ে দর্শকরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। গ্যালারি থেকে মাঠে ছুঁড়ে ফেলা হয় জলের বোতল ও ভাঙা চেয়ার। দর্শকরা মাঠে ঢুকে পড়েন। রীতিমতো তাণ্ডব চলে। মেসি এই অবস্থায় আর মাঠে থাকেননি। এরপর তিনি চলে যান হায়দরাবাদে। এরপর মুম্বই ও সবশেষে দিল্লি। এই তিন শহরে কিন্তু কোনও সমস্যা হয়নি। সবশেষে আম্বানিদের ভানতারা’‌তেও গিয়েছিলেন মেসিরা।