বছর শেষে দুঃসংবাদ! আইনত আলাদা হলেন শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা। রবিবার রাতে নিজেই একটি বিবৃতি দিয়ে বিচ্ছেদের বিষয়টা ঘোষণা করলে নৃত্যশিল্পী। 

এদিন শ্রীনন্দা শঙ্কর সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেখানে লেখা, 'আমি এবং গেভ আইনত আলাদা হয়ে গিয়েছি। অনেকেই হয়তো বিষয়টা আগেই টের পেয়েছিলেন, কিন্তু বিষয়টা সর্বসমক্ষে আনার আগে, ঘোষণা করা আগে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল।' 

কিন্তু কেন বিয়ের প্রায় ২৬ বছর কেন বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা? এই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও শ্রীনন্দা তাঁর পোস্টে জানান, 'জীবন তার চলা পথে কখনও অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে। আমাদের সেটা মেনে নেওয়া উচিত, বোঝা উচিত। শান্তি বজায় রেখে চলা উচিত। আমরা কৃতজ্ঞ আপনারা যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন আমাদের সেটার জন্য। আমরা দুজনে যৌথভাবে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে নিয়েছি। আমরা জানি এই নিয়ে নানা মত, কমেন্ট্রি, লেখা হবে।কিন্তু এই বিষয়ে আমাদের থেকে বা আমার মায়ের থেকে কোনও সাড়া পাবেন না। আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন, এবং আমাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা থেকে বিরত থাকুন।' 

শ্রীনন্দা এদিন তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন তিনি আগামীতেও নানা অনুপ্রেরণামূলক ভিডিও বি কন্টেন্ট বানাবেন। কিন্তু তাঁকে এবং গেভকে যে আগে একত্রে ভিডিওতে দেখা যেত সেটা আর হবে না। তিনি এও লেখেন, 'অনলাইনের টুকরো ছবি কখনও বৈবাহিক সম্পর্কের পুরো বাস্তবকে তুলে ধরতে পারে না।' 

প্রসঙ্গত শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা ২০০৯ সালে সাতপাকে বাঁধা পড়েন। বাঙালি এবং পার্সি দুই মতেই তাঁদের বিয়ে হয়েছিল। তিনি পেশায় একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মডেল হওয়ার পাশাপাশি বর্তমানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরও। সমাজমাধ্যমে নানা বিষয়ে তাঁকে মন্তব্য করতে দেখা যায়। এমনকী, তাঁর পিসির বলা কিছু মন্তব্যেরও বিরোধিতা করেছেন তিনি। প্রসঙ্গত, অভিনেত্রী মমতা শঙ্কর সম্পর্কে শ্রীনন্দা শঙ্করের পিসি হন। 

শ্রীনন্দা এদিন এই খবর ভাগ করে নিতেই অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করেছেন। কেউ জানিয়েছেন, এই খবরটা তাঁদের বিশ্বাসই হচ্ছে না। কেউ আবার তাঁকে এই কঠিন সময়ে শক্ত থাকার বার্তা দিয়েছেন। তাঁর অনুরাগীরা জানিয়েছেন এই কঠিন সময়ে তাঁরা তাঁর পাশে রয়েছেন।