আজকাল ওয়েবডেস্ক: কোথায় তলিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট! এবার অখ্যাত-অনামী রোয়ান্ডার সঙ্গেও নাম জুড়ছে ইমরান খানের দেশের। 

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচে হারের তালিকায় পাকিস্তানের সঙ্গী রোয়ান্ডা। মাত্র সাত বছর আগে আইসিসির অ্যাসোসিয়েট হয়েছে সেই দেশ। 

পাকিস্তান ও রোয়ান্ডা ১৬টি করে ম্যাচ হেরেছে। তবে আফ্রিকার দেশ রোয়ান্ডার থেকে ৩টি ম্যাচ বেশি খেলেছে পাকিস্তান। ২৪ ম্যাচে আটটিতে জয় ও ১৬টিতে হার রোয়ান্ডার। 
পাকিস্তানের হার ১৬টিতে। ৯টিতে জয়। পাকিস্তান খেলেছে ২৭টি ম্যাচ। টাই ১টি আর ফলাফল হয়নি একটি ম্যাচে। 

টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে জিম্বাবোয়ে ২৪ ম্যাচে হেরেছে ১৪টিতে। বাংলাদশ আবার হেরেছে ১২টিতে। 

দক্ষিণ আফ্রিকা ২৩টি ম্যাচে হার মেনেছে ১১টিতে। ওয়েস্ট ইন্ডিজ আবার ২৫টি ম্যাচে ১০টি হেরেছে। আফগানিস্তানের হার ৯ টিতে। ভারত ২৬টি ম্যাচে হেরেছে ২টিতে। অস্ট্রেলিয়ার হার ৪টিতে। 

ইন্দোনেশিয়া ও ওমান পাকিস্তানের চেয়ে কম ম্যাচ হেরেছে। আবার জিতেছেও বেশি ম্যাচ। ইন্দোনেশিয়া ২৭ ম্যাচের মধ্যে জিতেছে ১২টিতে। হার ১৫টিতে। ওমানও খেলেছে সম সংখ্যক ২৭টি ম্যাচ। ১২টিতে জয় ও হার  ১৪টিতে। ২৫ ম্যাচ খেলা নেপালও পাকিস্তানের চেয়ে বেশি জিতেছে। হেরেছে কম। নেপাল জিতেছে ১১টিতে,  হেরেছে ১২টিতে। 
এই লজ্জার পরিসংখ্যান পাকিস্তানের। তবুও তাঁদের প্রাক্তন ক্রিকেটাররা ভারতের ক্রিকেট নিয়ে আসর গরম করেন। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সমালোচনা করেন আবার প্রশংসাও করেন। অন্য দেশের ক্রিকেট নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের ক্রিকেটের উন্নতিতে নজর দিন বাসিত আলি-আহমেদ শেহজাদরা।