আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত খেলতে যাবে না পাকিস্তানে। প্রসঙ্গত, আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। কিন্তু ভারত জানিয়ে দিয়েছে, তারা নিরাপত্তার কারণে পাকিস্তানে যাবে না। আইসিসি এই কথা জানিয়েও দিয়েছে পিসিবিকে। এরপরই শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যেতে পারে পাকিস্তান। এমনকী রাগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নামও তুলে নিতে পারে।


এই পরিস্থিতিতে জাভেদ মিয়াঁদাদ জানিয়ে দিয়েছেন, ‘‌সবই বুঝতে পারছি। এবার আইসিসি টুর্নামেন্টে ভারত যদি পাকিস্তানের সঙ্গে না খেলে তাহলে আইসিসি টাকা কামাবে কী করে।’‌ 
হাইব্রিড মডেলের কথা ভারত বলেছিল। কিন্তু পাকিস্তান তা খারিজ করে দিয়েছে। মিয়াঁদাদের কথায়, ‘‌এটা মজা হচ্ছে?‌ ভারতের সঙ্গে না খেললে শুধু পাক ক্রিকেট নয়, আইসিসিও ক্ষতিগ্রস্ত হবে। আমি দেখতে চাই আইসিসি ট্রফিতে ভারত–পাক ম্যাচ না হলে ক্রিকেটের নিয়ামক সংস্থা কী করে টাকা রোজগার করে।’‌


ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ড এই বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দেশের মন্ত্রী। তিনি এই ব্যাপারে সরকারের দৃষ্টি আরোপ করেছেন। সূত্রের খবর, পাক মন্ত্রিসভাও ভারতের এই সিদ্ধান্তে অখুশি। সূত্রের খবর, সরকারের তরফে ভারতের সঙ্গে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের না খেলার কথা জানিয়ে দেওয়া হয়েছে।