আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই চর্চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্টেডিয়াম সংস্কার থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রশ্নের মুখে পড়তে হয় পিসিবিকে। এবার নিজেদের ক্রিকেট বোর্ডকেই কটাক্ষ পাকিস্তানের ক্রিকেটারের। সিনিয়র দলের স্থায়ী হেড কোচ নির্বাচন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিদ্রুপ করেন সাউদ শাকিল। মজার ছলে পাক ক্রিকেটার বলেন, 'আমি কোনওদিন পিসিবি চেয়ারম্যান হলে, প্রথমেই অন্তত তিন বছরের জন্য একজন স্থায়ী কোচ নিয়োগ করব। তারপর যদি আমি চেয়ারম্যানদের পদ থেকে সরেও যাই, হেড কোচ তিন বছরের জন্য থাকবে।' কথাটি বলেই হাসতে শুরু করেন শাকিল। আবার মজা করে বলেন, 'মারাত্মক কথা বলে ফেললাম মনে হচ্ছে।'
পাক ক্রিকেটারের কথা থেকেই পাকিস্তান দলের ব্যর্থতার অন্যতম কারণ বোঝা যাচ্ছে। বর্তমানে পাকিস্তান দলের কোচিং স্টাফের ভাগ্য ঝুলছে। গত কয়েক বছরে মর্নি মরকেল, গ্যারি কার্স্টেন, জেসন গিলেস্পিরা সরে গিয়েছেন। পিসিবির অন্তর্দ্বন্দ্বের জন্যই পাকিস্তান দলের সঙ্গে দীর্ঘদিন থাকে না কোনও বিদেশি কোচ। এতবার কোচ বদল বোর্ড কর্তাদের সমালোচনার মুখে ফেলেছে। সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে ২-০ তে সিরিজ হারে পাকিস্তান। এবার ৩-০ তে ওয়াইটওয়াশের লক্ষ্যে কিউয়িরা। শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। লজ্জার হার রোখার চেষ্টায় নামবে পাকিস্তান।
