আজকাল ওয়েবডেস্ক: তিনে তিন। সিরিজ পকেটে। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। সেই উদ্দেশে বিশাখাপত্তনামে নামে ভারত। কিন্তু সূর্যকুমার যাদবদের জয়ের পথে বড় রান খাড়া করল নিউজিল্যান্ড। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে কিউয়িদের রান ২১৫। ভারতের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ২১৬ রান। টি-২০ বিশ্বকাপের আগে শেষ দুই টি-২০ ম্যাচ। টিম কম্বিনেশনের দেখে নেওয়া লক্ষ্য ছিল গৌতম গম্ভীরের। হালকা চোটের জন্য খেলতে পারেননি ঈশান কিষাণ। তাঁর পরিবর্তে দলে ফেরেন অর্শদীপ সিং। দীর্ঘদিন পর পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামে টিম ইন্ডিয়া।
এর আগেও ২০০ রান তাড়া করে জিতেছে ভারত। তবে সেদিন পার্থক্য গড়ে দেন ঈশান কিষাণ। বুধ রাতে তিনি নেই। এছাড়াও একজন ব্যাটার কম নিয়ে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান সূর্যকুমার। অন্যান্য ম্যাচের মতো শুরুটা ভাল করে কিউয়িরা। ওপেনিং জুটিতে একশো। ডেভন কনওয়ে এবং টিম সেইফার্ট যখন ব্যাট করছিল, মনে হয়েছিল অনায়াসেই ২০০ রানের গণ্ডি পার করবে ব্ল্যাক ক্যাপসরা। ৬ ওভারের শেষে বিনা উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ছিল ৭১। মাত্র ৮ ওভারে ১০০ রান সম্পূর্ণ করে। কিন্তু তারপরই পতন শুরু। ৩৭ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪৪ রানে ফেরেন কনওয়ে। রান পাননি রচিন রবীন্দ্র। মাত্র ২ রানে আউট হন। তৃতীয় উইকেটে দলকে ম্যাচে রাখার দায়িত্ব ছিল টিম সেইফার্ট এবং গ্লেন ফিলিপসের ওপর। কিন্তু শুরুটা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি।
৩৬ বলে ৬২ রান করেন সেইফার্ট। তাতে ছিল ৩টি ছয় এবং ৭টি চার। কিউয়িদের ব্যাটিংয়ে তাঁরই সর্বোচ্চ রান। ২৪ রানে ফেরেন ফিলিপস। এদিনও পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড। ওপেনিং জুটি বাদ দিলে পরপর উইকেট হারায়। বেসিসেবী শট খেলে আউট হয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। অদ্ভুত বিষয় হল, একদিনের সিরিজে দারুণ ছন্দে থাকা ড্যারেল মিচেলকে এদিনও ছয় নম্বরে নামানো হয়। তিন ম্যাচের একদিনের সিরিজে জোড়া শতরান করেন। এমন ফর্মে থাকা সত্ত্বেও তাঁকে কাজে লাগাতে ব্যর্থ নিউজিল্যান্ড। এমন সময় তাঁকে নামানো হচ্ছে, সেট হওয়ার জন্য খুব বেশি বল পাচ্ছেন না। টানা রান না পাওয়া চ্যাপম্যানকেও তাঁর আগে নামানো হয়। যার খেসারত দিতে হচ্ছে কিউয়িদের। কিন্তু তাতেও ভাবনায় কোনও পরিবর্তন নেই। মাঠে অনবদ্য রিঙ্কু সিং এবং হার্দিক পাণ্ডিয়া। প্রথমজন তিনটে ক্যাচ নেন। স্যান্টনারকে সরাসরি রান আউট করেন হার্দিক। শেষদিকে মিচেলের ব্যাটে ভর করে দুশো রানের গণ্ডি পেরোয় নিউজিল্যান্ড। ১৮ বলে ৩৯ রানে অপরাজিত মিচেল। জোড়া উইকেট নেন অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।
