প্রেম হোক বা বিচ্ছেদ, ভক্তিগীতি হোক বা পার্টি সং, বিগত কয়েক বছরে বোরোলিন যেমন বাঙালির সবসময়ের সঙ্গী, তেমনই সমস্ত ধরনের গান গেয়ে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন অরিজিৎ সিং। মঙ্গলবার, ২৭ জানুয়ারি গায়ক জানিয়ে দিলেন তিনি আর প্লেব্যাক করবেন না। ছবি-সংগৃহীত
2
7
অরিজিৎ সিং প্লেব্যাক না করার কারণ হিসেবে জানিয়েছেন তিনি সহজেই 'বোর' হয়ে যান। এছাড়া নতুনদের তিনি জায়গা ছেড়ে দিতে চান। অন্যান্য কাজে মন দিতে চান। তবে এটাই প্রথমবার নয়, যখন অরিজিৎ সিংয়ের কাজ নিয়ে শোরগোল পড়েছে। এর আগেও একাধিকবার বলিউডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন গায়ক। ছবি-সংগৃহীত
3
7
২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোতে ক্লান্ত চেহারা নিয়ে যখন অরিজিৎ সিং পুরস্কার নিতে ওঠেন, সলমন খান তাঁকে বিদ্রুপ করে বলেন 'ঘুমাওনি নাকি?' জবাবে গায়ক বলেন 'আপনারা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন।' আপাত ভাবে নিছক মজা মনে হলেও সেই থেকে দু'জনের বিবাদ শুরু হয়। 'সুলতান' ছবির জন্য 'জগ ঘুমেয়া' গানটি গান অরিজিৎ, কিন্তু সেটা বাদ দিয়ে দেওয়া হয়। সেই সময় গায়ক প্রকাশ্যে ক্ষমা চান এবং ভাইজানকে অনুরোধ করেন তাঁর গাওয়া গানটি রাখতে। যদিও পরবর্তীতে তাঁদের এই সমস্যা মিটে গিয়েছিল। ছবি-সংগৃহীত
4
7
'পাসুরি' গানটির রিমেক 'সত্যপ্রেম কী কথা' ছবির জন্য গাওয়ার পর বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল গায়ককে। যদিও তিনি জবাবে জানিয়েছিলেন, তিনি জেনে বুঝেই গানটি গেয়েছেন কারণ নির্মাতারা জানিয়েছেন তাঁরা দুঃস্থদের জন্য একটি স্কুলে গোটা বছর ফান্ড দেবেন। ফলে তাঁর গান গাওয়ার উদ্দেশ্য তখন প্রকাশ্যে আসে। ছবি-সংগৃহীত
5
7
২০২১ সালে প্রকাশ্যে একটি কনসার্টে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেন অরিজিৎ সিং। তিনি এও জানিয়ে দেন, কে কী ভাবল সেটা নিয়ে তিনি ভাবিত নন। তাঁর পছন্দের অন্যতম দুই গায়ক আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলি খান। ছবি-সংগৃহীত
6
7
২০২৩ সালে একটি পডকাস্ট শোতে এসে অরিজিৎ সিং মুখ খোলেন বলিউডে শিল্পীদের কীভাবে আর্থিক ভাবে ট্রিট করা হয় সেই বিষয়ে। তিনি মিউজিক লেবেলগুলোর উদ্দেশ্যে বলেন, হয় কাজ করিয়ে সঠিক টাকা দিন, নইলে কাজ করাবেন না। ছবি-সংগৃহীত
7
7
এই একই সাক্ষাৎকারে অরিজিৎ সিং জানিয়েছিলেন বলিউডে শিল্পীদের ইমোশনালি ম্যানিপুলেট করা হয়। শিল্পের সঙ্গে শিল্পীর যে নিবিড় টান সেটাকে ম্যানিপুলেট করে অনেক সময়ই শিল্পীদের কম পারিশ্রমিক দেওয়া হয় বলেই জানিয়েছিলেন অরিজিৎ সিং। ছবি-সংগৃহীত