আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অরিজিৎ সিংয়ের যোগসূত্র কোথায়? এমন প্রশ্ন শুনে অবাক লাগা স্বাভাবিক। কিন্তু তারকা গায়কের প্লেব্যাক থেকে অবসর গ্রহণের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং মাহি। যা অবাক করার মতো বিষয়। মঙ্গলবার অরিজিৎ প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করেন। যা সঙ্গীত জগতের সবাইকে এবং ফ্যানদের চমকে দেয়। ২০১৩ সালে আশিকি ২ দিয়ে বলিউডে পা রাখেন তারকা গায়ক। সোশ্যাল মিডিয়ায় এক্স এ নিজের ব্যক্তিগত হ্যান্ডেলে এই সিদ্ধান্ত জানান। ঘোষণার পর থেকে ফ্যানরা সঙ্গীত শিল্পী এবং একজন মানুষ হিসেবে তাঁর যাত্রা ফিরে দেখছে। তারই মধ্যে একটি মজাদার বার্তা পোস্ট করে ফিল্মফেয়ার। তাতে বলা হয়, 'এমএস ধোনির অবসরের আগে অরিজিৎ সিংয়ের অবসরের কথা ভাবিনি।' 

কয়েকদিন আগেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। বেশ কয়েক বছর ধরে অবসরের কথা ভাবছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। এবার সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মশকরা করা হয়। শুধু ফিল্মফেয়ার নয়, একাধিক সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘুরছে। ১৯তম আইপিএল খেলার প্রস্তুতি নিচ্ছেন ধোনি। তার আগে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত কল্পনার বাইরে। সোশ্যাল মিডিয়ায় এই বার্তাই উঠে এসেছে। 

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। কিন্তু আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। সিএসকের কোর সদস্যদের মধ্যে অন্যতম ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল জেতে চেন্নাই। তবে গতবছর সাফল্য পায়নি দক্ষিণের দল। পয়েন্ট টেবিলের শেষে শেষ করে। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জেতে। ধোনির পারফরম্যান্সও হতাশজনক ছিল। ১৩ ইনিংসে মাত্র ১৯৬ রান করেন। গড় ২৪.৫০। স্ট্রাইক রেট ১৩৫.১৭। সর্বোচ্চ রান অপরাজিত ৩০। ঋতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দেন। আইপিএলের ইতিহাসে এখনও অন্যতম সেরা ব্যাটার ধোনি। ২৭৮ ম্যাচে ৫৪৩৯ রান। গড় ৩৮.৮০। স্ট্রাইক রেট ১৩৭.৪৫। তারমধ্যে ২৪টি অর্ধশতরান। সর্বোচ্চ অপরাজিত ৮৪।