আজকাল ওয়েবডেস্ক: জেসন গিলেসপির দাবি উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের টেস্ট দলের প্রাক্তন কোচ দাবি করেন, তাঁর বকেয়া বেতন মেটায়নি পিসিবি। বোর্ডের পাল্টা দাবি, নিজেই চুক্তিভঙ্গ করেন গিলেসপি। জানানো হয়, চুক্তি অনুযায়ী চার মাসের নোটিস দেওয়ার নিয়ম। কিন্তু সেটা মানেননি প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা। নিজেই চুক্তিভঙ্গ করেন। একটি বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, 'বকেয়া বেতন নিয়ে প্রাক্তন হেড কোচের করা অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ড অস্বীকার করছে। পিসিবির মুখপাত্র জানিয়েছেন, প্রাক্তন হেড কোচ চার মাসের নোটিস না দিয়েই ছেড়ে দিয়েছে। যা চুক্তিভঙ্গের মধ্যে পড়ে। চুক্তি অনুযায়ী, দুই পার্টির চার মাসের নোটিস দেওয়ার কথা।' 

গতবছর এপ্রিলে পাকিস্তানের লাল বলের কোচ হিসেবে নিযুক্ত হন গিলেসপি। কিন্তু ডিসেম্বরে পদত্যাগ করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগেই ইস্তফা দেন। ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলার জেরেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দায়িত্ব ছাড়ার পর একাধিকবার বোর্ডের সমালোচনা করেন। এবার বেতন না মেটানোর দাবি জানান। তবে আশা করছেন, শীঘ্রই সমস্যা মিটবে। গিলেসপি বলেন, 'বিশেষ কিছু বলতে চাই না। এখনও বয়েকা বেতনের অপেক্ষায়। আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে।'