আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই আবার নতুন করে সংঘাতে দুই বোর্ড। শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১১ এপ্রিল থেকে শুরু হবে টুর্নামেন্ট। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালানডার্স। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ১৩টি ম্যাচ রাখা হয়েছে। তারমধ্যে রয়েছে দুটো এলিনেটর এবং ফাইনাল। ১৮ মে লাহোরে পিএসএলের ফাইনাল। পাকিস্তান সুপার লিগের সূচি আইপিএলের সঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে। ২২ মার্চ থেকে ২৫ এপ্রিল চলবে আইপিএল। একই সময় পাকিস্তানে চলবে তাঁদের এই লিগ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১১টি ম্যাচ হবে। যার মধ্যে রয়েছে একটি কোয়ালিফায়ার। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম এবং মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি করে ম্যাচ হবে। মার্কি ইভেন্টে তিনটে ডবল হেডার থাকছে। তারমধ্যে দুটো সপ্তাহান্তে, একটি জাতীয় ছুটির দিনে। পেশোয়ার জালমি তাঁদের পাঁচটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। কুয়েত্তা গ্ল্যাডিয়েটরস তাঁদের ম্যাচগুলো গদ্দাফি স্টেডিয়ামে খেলবে। পিএসএলের সিইও সলমন নাসের দাবি করেন, এই লিগে পাকিস্তানের সেরা প্রতিভারা অংশ নেয়। করাচি, লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডি মিলিয়ে মোট ৩৪টি ম্যাচ হবে। আগামী বছর থেকে ছয় দলের সঙ্গে আরও দুটো দলকে যুক্ত করা হবে।
