আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক লড়াই মানেই যুদ্ধ। আবেগের ফুটন্ত কড়াই। দুই দেশের ক্রীড়াপ্রেমীরাই মনে করেন,  এই ম্যাচ জিতলে বিশ্ব জেতা হয়ে যায়। প্রত্যাশা রয়েছে এই ম্যাচের। রয়েছে উত্তেজনা। এখন থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক দ্বৈরথের পারদ চড়তে শুরু করে দিয়েছে। 

খেলোয়াড় জীবনে এরকম ভারত-পাক ম্যাচ বহুবার খেলেছেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সেই অভিজ্ঞতা থেকে এই ম্যাচের ওঠা-পড়া, ভাঙা-গড়া সবই জানা গৌতম গম্ভীরের। তিনি বলছেন, কেবলমাত্র এই একটা ম্যাচের কথা ভেবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। প্রতিটি ম্যাচই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। চলতি মাসের ২৩ তারিখ সেই বহু প্রতীক্ষিত ম্যাচ। ভারত-পাক লড়াই এখন কেবল আইসিসি বা এসিসি টুর্নামেন্টেই সীমাবদ্ধ। দীর্ঘদিন পর পর দুই দেশ মুখোমুখি হয় ক্রিকেট মাঠে। তাই উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এই ম্যাচকে ঘিরে। 

শনিবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গম্ভীর। সেখানে তিনি বলেন,''২৩ তারিখের ম্যাচট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে কেবল মাত্র এই ম্যাচকে গুরুত্ব দিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব না। আমাদের কাছে সবক'টি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা দুবাই যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা জন্য। ক্রিকেট মাঠে দুই দেশের যখন সাক্ষাৎ হয়, তখন আবেগ কাজ করে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তার জায়গাতেই থাকে।''

গম্ভীরের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন। গম্ভীরের ব্যাখ্যা, "পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি ম্যাচই মরণবাঁচনের। হাল্কা ভাবে নেওয়ার কোনও ব্যাপারই নেই। টুর্নামেন্ট জিততে হলে পাঁচটা ম্যাচ আমাদের জিততে হবে। সেই চেষ্টা করব আমরা।''