আজকাল ওয়েবডেস্ক: আরও লজ্জার মুখে পড়ল পাকিস্তান ক্রিকেট। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর ভেস্তে গেল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচও। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দুই ম্যাচের একই ভাগ্য। বৃহস্পতিবার বৃষ্টির জন্য পরিত্যক্ত হল গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ। খেলা শুরু করাই যায়নি। এমনকী টস করাও সম্ভব হয়নি। যার ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। গ্রুপ এ-র শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান। মহম্মদ রিজওয়ানের দলের পয়েন্ট মাত্র এক। নেট রানরেট -১.০৮৭। লজ্জাজনক বিদায়। পাকিস্তান শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়নই না, টুর্নামেন্টের আয়োজক। এই অবস্থায় টেবিলের তলানিতে থেকে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল। গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল বাংলাদেশ। তবে রাওয়ালপিন্ডিতে পরপর দুই ম্যাচ ভেস্তে যাওয়ায় আঙুল উঠল পাকিস্তান বোর্ডের দিকে। পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দাবি তোলা হয়। 

লজ্জার রেকর্ড তৈরি করল পাকিস্তান। চ্যাম্পিয়ন দল হিসেবে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স রিজওয়ানের দলের। অস্ট্রেলিয়াকে ছাপিয়ে গেল পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০১৩ সালে ১ পয়েন্ট এবং নেট রানরেট -০.৬৮০ নিয়ে শেষ করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানও এবার এক পয়েন্টে শেষ করে। কিন্তু নেট রানরেট -১.০৮৭। যা অস্ট্রেলিয়ার থেকে আরও খারাপ। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টি বন্ধ হলেও, আবার ঝিরঝিরে বৃষ্টির শুরু হয়। তাই মাঠের কভার সরানো সম্ভব হয়নি। ওভার হারাতে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ মহম্মদ রিজওয়ান। দাবি, এই ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন তাঁরা। এরপর নিউজিল্যান্ড সফর রয়েছে পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউয়িদের কাছে হারতে হয়েছে। তার আগে ত্রিদেশীয় সিরিজেও হার। জোড়া হার থেকে শিক্ষা নিয়ে পরের টুর্নামেন্টে নামতে চান রিজওয়ান।‌ পাক অধিনায়ক জানান, সাইম আইয়ুব এবং ফকর জমানের চোট পার্থক্য গড়ে দেয়।