আজকাল ওয়েবডেস্ক: ক্লাবের ইতিহাসে একের পর এক রেকর্ড এসেছে। তারপরেও ইতিহাসের আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ে নাম লেখাল রিয়াল মাদ্রিদ। সদ্য সমাপ্ত মরশুমে অসাধারণ পারফরম্যান্সের পর লরেয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ারের পুরস্কার পেল স্পেনের এই কিংবদন্তি ক্লাবটি। পুরস্কারটি তুলে দেন টেনিস জগতের অন্যতম তারকা ও মাদ্রিদের বড় সমর্থক রাফায়েল নাদাল।

রিয়ালের হয়ে ট্রফিটি গ্রহণ করেন দুই অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচ ও ড্যানি কার্ভাহাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং স্পোর্টিং ডিরেক্টর এমিলিও বুত্রাগুয়েনো। ২০২৩-২৪ মরশুমে রিয়াল মাদ্রিদ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দুটি শিরোপাই নিজেদের দখলে রেখেছিল। ক্লাব ফুটবলে অন্যতম বড় দুটি ট্রফি এই দুটি।

গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জয় করে রিয়াল। এটি ছিল ক্লাবের ইতিহাসে ১৫তম ইউরোপ সেরার মুকুট জয়। অন্যদিকে, লা লিগায় রেকর্ড ৩৬তম বার কাপ জেতে লস ব্ল্যাঙ্কোসরা। তার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৪-১ গোলে হারানো, এবং তারপরে নতুন মরশুমে উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করে নয়া রেকর্ড গড়ে রিয়াল।

পরিসংখ্যান বলছে, রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসে মোট ৮ বার লরেয়াস পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। যা কোনো ফুটবল ক্লাবের মধ্যে সর্বাধিক। এফসি বার্সেলোনা ফেমেনি, বস্টন সেল্টিকস, ম্যাকলারেন, স্পেন জাতীয় ফুটবল দল, টিম ইউএসএ বাস্কেটবলকে পিছনে ফেলে এই শিরোপা জিতেছেন কার্ভাহালরা।