আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার মধ্যরাতেই শহরে পা রাখছেন সার্জিও লোবেরা‌। রাত ১.৫০ মিনিটে দমদম বিমানবন্দরে নামবেন মোহনবাগানের নতুন কোচ। জেটল্যাগ কাটাতে বুধবার বিশ্রাম নেবেন। বৃহস্পতিবার থেকে নামবেন প্র্যাকটিসে। তবে মোহনবাগান মাঠ নয়, সেদিন বিকেলে অনুশীলন হবে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। কলকাতা এখন মেসিময়। আর্জেন্টাইন তারকার আসার প্রহর গুনছে কল্লোলিনী। তারই মাঝে কলকাতায় আসছেন মোহনবাগানের নতুন কোচ। এদিন‌ই আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানিয়ে দেওয়া হয়, এবার সমস্ত আইএসএলের দলগুলোকে একত্রিত হয়েই আয়োজন করতে হবে দেশের একনম্বর লিগ। বাজেট কমাতে ম্যাচ ভেন্যু কমানো যেতে পারে। অন্তরালে ইতিমধ্যেই সেই মতো তোড়জোড়ও শুরু করে দিয়েছে ক্লাবগুলো। তারমধ্যে লোবেরার কলকাতায় আসা তাৎপর্যপূর্ণ। 

বিগত কয়েকবছর ওড়িশা এফসির কোচ ছিলেন লোবেরা। কিন্তু চলতি বছরই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইএসএলের ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্তে দুই পক্ষের সম্মতি রয়েছে। তাঁদের সোশ্যাল মিডিয়ায় খবর জানানোর কিছু মিনিট পরই হোসে মোলিনার উত্তরসূরির নাম ঘোষণা করে মোহনবাগান। ২৬ জানুয়ারি সার্জিও লোবেরার নাম ঘোষণা করা হয়। তারপর থেকেই তাঁর ভিসা প্রক্রিয়া শুরু হয়। প্রথমে জানা গিয়েছিল, ৩০ নভেম্বর কলকাতায় আসবেন। কিন্তু ভিসা পেতে দেরি হয়। প্রসঙ্গত, ডার্বি ড্র করে সুপার কাপ থেকে মোহনবাগান ছিটকে যাওয়ার পর অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। ম্যানেজমেন্ট বিরোধী বেশ কিছু কথাবার্তা বলেন মোলিনা। তাতেই কর্তাদের বিষনজরে পড়ে যান। তার খেসারত দিতে হয়। বেশ কিছুদিন অনুশীলন বন্ধ থাকার পর গত সপ্তাহ থাকে আবার প্র্যাকটিস শুরু হয়েছে। আইএসএলের বল কবে গড়াবে কেউ জানে না। শোনা যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে দেশের একনম্বর লিগ। আর কদিন পরেই পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। 

মোহনবাগানে সই করার পর লোবেরা বলেছিলেন, 'মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস আছে। রয়েছে আবেগ এবং উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।' আগের বছর মোলিনার কোচিংয়ে আইএসএল লিগ শিল্ড এবং কাপ জিতেছে মোহনবাগান। এবার সেই সাফল্য ধরে রাখাই চ্যালেঞ্জ লোবেরার।