আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ মুম্বই লিগ শুরু হচ্ছে। ৬ বছরের বিরতির পর। মুম্বই ক্রিকেট সংস্থা জানিয়ে দিয়েছে আইকন ক্রিকেটারদের নাম। সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, সরফরাজ খান, শার্দূল ঠাকুর, পৃথ্বী সাউ, শিবম দুবে ও তুষার দেশপাণ্ডেকে আইকন ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে।


এবার টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্ট চলবে ২৬ মে থেকে ৮ জুন অবধি। যে আট ক্রিকেটারকে আইকন ধরা হয়েছে, প্রত্যেকেই টিম ইন্ডিয়ার খেলেছেন বা এখনও খেলেন। মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অজিঙ্কা নায়েক বলেছেন, ‘‌আট ক্রিকেটারকে আইকন বাছা হয়েছে। মুম্বই ক্রিকেটে যাঁদের প্রচুর অবদান। মুম্বই ক্রিকেটকে বছরের পর বছর এই ক্রিকেটাররা গর্বিত করেছে।’‌


জানা গেছে আট ফ্রাঞ্চাইজির টুর্নামেন্টে প্রতি দল একজন করে আইকন ক্রিকেটার নিতে পারবেন। নিলামের দিন খুব শীঘ্রই ঘোষণা করবে এমসিএ।


এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের তুলে আনার মঞ্চ। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য ২৮০০ ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়েছেন।


আট ফ্রাঞ্চাইজির মধ্যে আছে নর্থ মুম্বই প্যান্থার্স, এআরসিএস আন্ধেরী, ট্রাম্পথ নাইটস মুম্বই নর্থ ইস্ট, নমো বান্দ্রা ব্ল্যাস্টার্স, ঈগল থানে স্ট্রাইকার্স, আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস। যোগ হয়েছে নতুন দুটি দল। সে দুটি হল সোবো মুম্বই ফালকনস, মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস।