আজকাল ওয়েবডেস্ক: ইদানীং আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে টেস্টেও। বিরক্তিকর ড্র আর পছন্দ নয়। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এই ধরনের আগ্রাসী, আক্রমণাত্মক ক্রিকেটের প্রশংসাই করেছেন। 

গোয়ায় একটি অনুষ্ঠানে ধোনি ক্রিকেটের বিবর্তন প্রসঙ্গে বলেছেন, ''ক্রিকেটকে যে নামেই ডাকা হোক না কেন, আমরা ক্রিকেটকে বদলাতে দেখেছি। ক্রিকেট যেভাবে এখন খেলা হচ্ছে তা সম্পূর্ণ অন্যরকম। ওয়ানডে ফরম্যাটে যেটা নিরাপদ স্কোর বলে মনে করা হত, সেই রান টি-টোয়েন্টি ফরম্যাটে করলেও ম্যাচ জেতা সম্ভব নয়।'' 

একসময়ে টেস্ট দেখার জন্য দর্শক উপস্থিত থাকতেন না মাঠে। ইদানীং সেই টেস্ট ফরম্যাট নিয়েও আলোচনা হচ্ছে। তিন দিনে খেলার ফয়সলা হয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেটও বেশ উপভোগ্য হয়ে উঠছে। টানটান উত্তেজনা থাকছে। সম্প্রতি বাংলাদেশকে আড়াই দিনে হারিয়েছে ভারত। আবার পুনেতে নিউজিল্যান্ড তিন দিনে ভারতকে মুড়িয়ে দিয়েছে।  ধোনি বলছেন, ''ক্রিকেটকে যে নামে খুশিই ডাকা হোক না কেন, এখন তা আগের থেকেও আকর্ষণীয় হয়ে উঠেছে। মানুষ টেস্ট নিয়ে আলোচনা করছে। কেউ আগ্রাসী ক্রিকেট খেলতে চায়, কেউ আবার ক্রিকেট খেলার ব্যাপারে সনাতন পন্থী। দলের শক্তি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন  এবং শক্তি অনুযায়ী ক্রিকেট খেলতে হবে। একদিনে কোনও কিছুই সম্ভব নয়। হঠাৎ করে স্থির করলাম, চলো কাল থেকে আমরা অন্য ভাবে ক্রিকেট খেলি, সেটা হওয়ার নয়। সবাইকেই সময় দিতে হবে। কারণ প্রত্যেকে হয়তো ১০-১২-১৫ বছর ক্রিকেট খেলে ফেলেছে। অন্যভাবে ক্রিকেট খেলে এসেছে। ফলে পরিবর্তনের জন্য সময় দেওয়া দরকার।''  
ঘ্যানঘ্যেনে, বিরক্তিকর ড্র ম্যাচ খেলতে পছন্দ করতেন না ধোনি। সেই কথা তিনি বলেছেন, ''টেস্ট ম্যাচের পঞ্চম দিন আমার কাছে খুব কঠিন ছিল। কারণ আমি জানতাম ম্যাচটা ড্রয়ের দিকে ঢলে পড়ছে। তবুও আড়াই সেশন আমাকে খেলে যেতে হবে। এটা আমার কাছে খুব ক্লান্তিদায়ক ছিল। বোলাররা বল করবে উইকেট নেওয়ার জন্য, ব্যাটাররাও ব্যাট করে যাবে অথচ খেলার ফলাফল হবে না। মনে হত, তাড়াতাড়ি খেলা শেষ করতে পারলেই ভাল, ম্যাচের তো আর ফলাফল হবে না। বর্তমানে দলগুলো যেভাবে ক্রিকেট খেলছে, তাতে় আমি সন্তুষ্ট।''