আজকাল ওয়েবডেস্ক: ২৫ অক্টোবর শুরু হবে সুপার কাপ। ফাইনাল ২২ নভেম্বর। গোয়ায় হবে এবারের প্রতিযোগিতা। ধাপে ধাপে হবে এই টুর্নামেন্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এমনটাই জানিয়েছে। নিয়ম অনুযায়ী, মোহনবাগান গতবারের আইএসএল ২০২৪-২৫ মরশুমের শিল্ড জয়ী। এফসি গোয়া আবার সুপার কাপ চ্যাম্পিয়ন। ফলে এই দুই দল টপ সিডেড হিসেবে বিবেচিত। মোহনবাগান ও এফসি গোয়া গ্রুপ এ ও গ্রুপ বি-র শীর্ষ দুই দল। এই দুই দল এ ১ ও বি ১ বলে বিবেচিত। আইএসএলের বাকি ১০টি দল খেলবে বলে নিশ্চিত করেছে। তাই তাদের পট ওয়ানে রাখা হয়েছে। আই লিগের চারটি দলকে পট টু-তে রাখা হয়েছে। ১৬টি দলকে নিয়ে চারটি গ্রুপ। প্রতিটি গ্রুপে চারটি করে ক্লাব।
গ্রুপ পর্ব চলবে ৬ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামবে মোহনবাগান। অর্থাৎ ২৫ অক্টোবর মোহনবাগানের প্রথম খেলা। পরের দিন এফসি গোয়ার ম্যাচ। গ্রুপে মোহনবাগানের আরও দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৮ ও ৩১ অক্টোবর। এফসি গোয়ার গ্রুপে বাকি দু'টি ম্যাচ ২৯ অক্টোবর ও ১ নভেম্বর। সুপার কাপের মধ্যেই সবুজ-মেরুন এবং এফসি গোয়াকে খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২। অল্প সময়ের ব্যবধানে একাধিক ম্যাচ খেলতে হবে দুই দলকেই।
আরও পড়ুন: একটি ঘটনাই বদলে দেয় ইস্টবেঙ্গলকে, কবে থেকে খেতাব জয়ের স্বপ্ন দেখা শুরু বিনোর?
ধীরে ধীরে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটছে। খেলোয়াড়রা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। সুপার কাপ ফুটবলারদের মুখে হাসি ফোটাচ্ছে। এদিকে সুপ্রিম-নির্দেশে কল্যাণ চৌবেই থাকছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বস্তিতে ভারতীয় ফুটবল ফেডারেশন। শীর্ষ আদালত জানিয়েছে, ফেডারেশনের দায়িত্বে থাকবেন কল্যাণ চৌবে এবং তাঁর কমিটিই। এখনই নির্বাচনের কোনও প্রয়োজন নেই। একই সঙ্গে বলা হয়েছে, চার সপ্তাহের মধ্যে বৈঠক ডেকে ফেডারেশনকে নতুন সংবিধান কার্যকর করতে হবে।
মামলার কারণে ফেডারেশনে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের রায়ের ফলে মিটবে বলে মনে করা হচ্ছে। এতে সম্ভবত ফিফার শাস্তিও এড়াতে পারবে ভারতীয় ফুটবল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফেডারেশনের বর্তমান কমিটিই ২০২৬ পর্যন্ত দায়িত্বে থাকবে। তার আগে নির্বাচনের প্রয়োজন নেই। ফিফা এবং এএফসি জানিয়েছিল, ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে না পারলে ভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করা হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর তার আগেই নতুন সংবিধান কার্যকর করতে হবে ফেডারেশন সভাপতিকে। ফলে ফিফার শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। আগামী মাস থেকেই শুরু হচ্ছে সুপার কাপ। তার ড্র হবে ২৫ সেপ্টেম্বর বিকেল চারটেয়।
