আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে পাঁচ গোলে জোড়া জয়ের পর আবার আটকে গেল মোহনবাগান। বুধবার কাস্টমসের সঙ্গে গোলশূন্য ড্র সবুজ মেরুনের। যার ফলে ক্রমশ কঠিন হয়ে পড়ছে সুপার সিক্সের পথ। ৯ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে সাত নম্বরে বাগান। মাত্র তিনটে ম্যাচ জিতেছে। চারটে ম্যাচ ড্র। ডার্বিতেও হার। লিগের শুরুটা একেবারেই ভাল হয়নি মোহনবাগানের। টালিগঞ্জ অগ্রগামী এবং ইস্টার্ন রেলকে হারিয়ে আবার লড়াইয়ে ফিরে আসে সবুজ মেরুন বাহিনী। কিন্তু আগের ম্যাচে ফের জঘন্য পারফরম্যান্স। জর্জ টেলিগ্রাফের কাছে হেরে যায়। 

সুপার সিক্সের লড়াইয়ে থাকতে হলে এদিন জিততেই হত। কিন্তু দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও জয় তুলে নিতে পারল না ডেগি কার্ডোজোর দল। এদিনের ড্রয়ে লিগ টেবিলে আরও পিছিয়ে পড়ল বাগান। এক পয়েন্ট সংগ্রহ করে তাঁদের ছাপিয়ে এগিয়ে গেল কাস্টমসও। গোটা ম্যাচে একাধিক চেষ্টা সত্ত্বেও বিপক্ষের জালে বল জড়াতে পারেনি সুহেলরা। বারবার অ্যাটাকিং থার্ডে আটকে যায়। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধেও গোলমুখ খুলতে ব্যর্থ বাগানের জুনিয়র ব্রিগেড। হোসে মোলিনার তত্ত্বাবধানে ডুরান্ড কাপে গ্রুপ শীর্ষে রয়েছে মোহনবাগান। কিন্তু কলকাতা লিগের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে।