আজকাল ওয়েবডেস্ক:‌ মহম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। আর মহম্মদ সিরাজকে শুধু টেস্টেই খেলানো হচ্ছে। সেই দুই ক্রিকেটারের একসঙ্গে দেখা হল। তবে খেলার মাঠে নয়। হায়দরাবাদে নিজের রেস্তরাঁয় মহম্মদ সামিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মহম্মদ সিরাজ। সেখানে ছিলেন বাংলার আরও দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ।


এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে হায়দরাবাদে রয়েছে বাংলা দল। শনিবার বাংলার খেলা পণ্ডিচেরির বিরুদ্ধে। তার আগে হায়দরাবাদে সিরাজ নিজের রেস্তরাঁয় ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার পেসারদের। ছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও। মহম্মদ সামি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে লিখেছেন, ‘মহম্মদ সিরাজ আমাকে ও সতীর্থদের তার রেস্তরাঁয় নিমন্ত্রণ করেছিল। যা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করে তুলবে। আমরা দারুণ খাওয়াদাওয়া করেছি। অনেক হাসিঠাট্টায় মেতেছি। মাঠে ও মাঠের বাইরে আমাদের জুটি আরও পোক্ত হোক। এত ভাল আতিথ্যের জন্য ধন্যবাদ।’


প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন সিরাজ। কিন্তু ওয়ানডে সিরিজে তাঁকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। তবে তাঁকে সম্প্রতি ইডেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। এটা ঘটনা সিরাজকে এখন শুধুই টেস্ট খেলানো হচ্ছে। দারুণ পারফর্ম করলেও ওয়ানডে বা টি–টোয়েন্টিতে খেলানো হচ্ছে না।


অন্যদিকে সামি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ঘরোয়া ক্রিকেটে রঞ্জির পর টি–২০ ফরম্যাটেও প্রচুর উইকেট পাচ্ছেন তিনি। যদিও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার দাবি করেছেন, সামিকে নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। সেই বার্তার পাল্টা দিয়েছিলেন তারকা পেসারও। ঘরোয়া ক্রিকেটে সামির বোলিংও দেখে গিয়েছেন জাতীয় নির্বাচকরা। তবুও জাতীয় দলের দরজা খোলেনি সামির জন্য। প্রসিধ কৃষ্ণা–হর্ষিত রানারা খেলেই চলেছেন। আর সামি সুযোগ পাচ্ছেন না।