আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজের এক সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগের মহা বিস্ফোরণ। তাঁর বাবা অটোচালক ছিলেন। বাবার পেশার জন্য়ই তাঁকে ট্রোলিংয়ের সামনে বহুবার পড়তে হয়েছে। 

এহেন ট্রোলারদের জন্য জীবনের শিক্ষা দিয়ে গেলেন হায়দরাবাদি পেসার সিরাজ। সোশ্যাল মিডিয়া পোস্টের শেষ কয়েক  লাইনে তিনি লিখলেন, ''জাতীয় দলে আমার টুপি বা জার্সিই প্রমাণ করে তুমি অটোচালকের সন্তান হও বা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, কিছুতেই কিছু যায় আসে না...নাম-পেশা-ঠিকানা দেখে সাফল্য আসে না। সাফল্য দেখে কেবল পরিশ্রম।'' 

এই নীতিশিক্ষার কথা সবাই জানেন। তবুও কখনও কখনও ভিতরের হিংস্র রূপ বেরিয়ে পড়ে মানুষের। বাবার পেশা ধরে অসম্মান করে বসে ছেলেকে। সিরাজকে বহুবার শুনতে হয়েছে, তুমি তো অটোচালকের ছেলে। ম্যাচ খারাপ খেললে ধেয়ে এসেছে এই আক্রমণ। 

ভারত-ইংল্যান্ড টেস্টে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিরাজ। তার আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর আবেগঘন পোস্ট। যা ছড়িয়ে গিয়েছে আগুনের মতো। 

সিরাজ লিখেছেন, ''দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিদিন আমি কৃতজ্ঞ থাকি। একজন অটো ড্রাইভারের সন্তান ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলছে, এমনটা কে কবে ভেবেছিল? বাচ্চারা আমার কাছে এসে বলে, তারা দেশের হয়ে খেলতে চায়। আমি গর্ব ভরে হাসি। আবার অনেকেই আছে যারা আমাকে অসম্মানিত করে ভাল পারফরম্যান্স তুলে ধরতে না পারলে, ''তোমার বাবার মতো অটো চালাও গিয়ে।'' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mohammed Siraj (@mohammedsirajofficial)