আজকাল ওয়েবডেস্ক: গত দু'দিন ধরেই চর্চায় ছিলেন মহম্মদ সামি। সানিয়া মির্জার সঙ্গে বিয়ের রটনা নিয়ে আচমকাই শোরগোল পড়ে যায়। অবশেষে এই রটনা থামাতে আসরে নামতে হয় সানিয়ার বাবা ইমরান মির্জাকে। এবার আবার আলোচনায় উঠে এলেন ভারতীয় পেসার। ক্রাচ ছেড়ে বল হাতে মাঠে নেমে পড়লেন মহম্মদ সামি। দীর্ঘ ছয় মাস পরে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। ড. নীতিন প্যাটেল এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্তের পর্যবেক্ষণে আছেন ভারতীয় পেসার। কবে জাতীয় দলে ফিরবেন সামি? তাঁর শারীরিক অবস্থা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট দেন ছোটবেলার কোচ বদরুদ্দীন সিদ্দিকি। তিনি জানান, সামি বল করা শুরু করেছেন। তবে পুরো রান আপ নিচ্ছেন না। বল রিলিজ করার সময় কোনও অস্বস্তি হচ্ছে না। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
নিজের এক্স হ্যান্ডেলে নিজের চারটে ছবি পোস্ট করেন ভারতীয় পেসার। তবে সেখানে তাঁকে ক্রাচ হাতে মাঠে দেখা যাচ্ছে। টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সিরিজ। সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ রয়েছে। সেখানেই প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ সামির। প্রসঙ্গত, গতবছর বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ভারতীয় পেসার। ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হয় তাঁর।তারপর থেকে রিহ্যাবেই ছিলেন।
নিজের এক্স হ্যান্ডেলে নিজের চারটে ছবি পোস্ট করেন ভারতীয় পেসার। তবে সেখানে তাঁকে ক্রাচ হাতে মাঠে দেখা যাচ্ছে। টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সিরিজ। সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ রয়েছে। সেখানেই প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ সামির। প্রসঙ্গত, গতবছর বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ভারতীয় পেসার। ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হয় তাঁর।তারপর থেকে রিহ্যাবেই ছিলেন।
