আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম'-এর ১৫০তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে সোমবার লোকসভায় বিশেষ আলোচনার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই গানকে ঘিরে অজানা বহু তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে রাজনৈতিক তর্ক-বিতর্ক ও হইচইয়েও উত্তাল হতে পারে সংসদ। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন, ১৯৩৭ সালে ফৈজাবাদে দলের অধিবেশনে কংগ্রেস নাকি গানটির কয়েকটি ছন্দ বাদ দিয়েছিল।
সোমবারের কর্মসূচিতে 'জাতীয় সঙ্গীত বন্দে মাতরম-এর ১৫০ বছর' বিষয়টি আলাদা ভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই আলোচনা চলবে ১০ ঘণ্টা। ক্ষমতাসীন এনডিএ সদস্যদের তিন ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। প্রথম বক্তা হিসেবে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দ্বিতীয় বক্তা হিসাবে অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধী দলগুলোর পক্ষ থেকে কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈ, প্রিয়ঙ্কা গান্ধী-সহ একাধিক সাংসদ অংশ নেবেন বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী মোদি সম্ভবত বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা এবং ১৮৭৫ সালের ৭ নভেম্বর সাহিত্য পত্রিকা 'বঙ্গদর্শন'-এ প্রথম প্রকাশিত এই গানের স্বাধীনতা সংগ্রামে অবদান, এর ঐতিহাসিক তাৎপর্য এবং বর্তমান প্রাসঙ্গিকতা তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে, কংগ্রেসের সিদ্ধান্ত দেশভাগের বীজ বপন করেছে এবং জাতীয় সঙ্গীতকে টুকরো টুকরো করে ফেলেছে। তবে কংগ্রেস দাবি করেছে যে, এই সিদ্ধান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শের ভিত্তিতে এবং অন্যান্য সম্প্রদায় ও ধর্মের সদস্যদের অনুভূতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যই করা হয়েছিল।
রাজ্যসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুরু করবেন বলে জানা গিয়েছে। দ্বিতীয় বক্তা থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জেপি নাড্ডা।
বিরোধীরা, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে ভারতের স্বাধীনতা ও ঐক্যের ক্ষেত্রে অস্বস্তিকর বলে অভিযোগ করেছিল। তারপরই রাজ্যসভার সচিবালয়ের তরফে জানানো হয়, সংসদ সদস্যদের সংসদের অভ্যন্তরে 'বন্দে মাতরম' এবং 'জয় হিন্দ' এর মতো অভিব্যক্তি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীতকালীন অধিবেশনের শুরুতেই হইচই হয়।
সংসদের শীতকালীন অধিবেশন ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে 'বন্দে মাতরম' গানটি নিয়ে মতপার্থক্যের কারণে আগামী দিনগুলিতে এই নিয়ে আলোচনা বেশ জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
