আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলির পর কি এবার মহম্মদ সামির পালা? একটি সর্বভারতীয় ওয়েবসাইটের রিপোর্টে তেমনই ইঙ্গিত দেওয়া হয়। এমনকী জানানো হয়েছে, আসন্ন ইংল্যান্ড সফরেও অনিশ্চিত ভারতীয় পেসার। টানা বল করতে পারবেন কিনা, তার ওপর নির্ভর করবে তাঁর দলে সুযোগ পাওয়া। যা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত সামি। সরাসরি সোশ্যাল মিডিয়ায় জবাব দেন। সেই পোস্টে যাবতীয় ক্ষোভ এবং রাগ উগরে দেন ভারতীয় পেসার। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর লাল বলের ক্রিকেট খেলেননি সামি। একদিনের বিশ্বকাপের পর চোটের জন্য প্রায় এক বছর মাঠের বাইরে থাকেন তারকা পেসার। তারপর রঞ্জি ট্রফি দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন করেন। মাঠে ফিরেই উইকেট পান। শোনা গিয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফিতে জাতীয় দলের জার্সিতে ফিরবেন। কিন্তু অপেক্ষা দীর্ঘায়িত হয়।
২০২৫ সালে সব ফরম্যাটেই নতুন বলে শুরু করেন সামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়েন। আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলেন। টেস্টের ডিমান্ড অনুযায়ী তিনি বল করতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়, রোহিত শর্মা এবং বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন সামি। যা দেখে ক্ষেপে যান। এমন একটি খবর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বাংলার পেসার। সঙ্গে যোগ্য জবাব দেন। সামি লেখেন, 'খুব ভাল করেছো। নিজের চাকরিকে বিদায় জানানোর দিন গুনতে থাকো। তারপর আমদের নিয়ে ভাববে। তোমাদের মতো মানুষ আমাদের ভবিষ্যত নষ্ট করে দেয়। কখনও ভাল কথা বলে দেখো। আজকের সবচেয়ে জঘন্য খবর, দুঃখিত।' রোহিত, বিরাটের অবসরের পর দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার হিসেবে ইংল্যান্ড সফরে যাবেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ সামি। তাঁদের ওপর অনেকটাই নির্ভর করছে ইংল্যান্ড সফরের ভাগ্য।
