আজকাল ওয়েবডেস্ক: নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মহম্মদ রিজওয়ানের হাতে উঠবে পাকিস্তানের ক্যাপ্টেনের আর্মব্যান্ড। সহ-অধিনায়ক হয়েছেন আগা সলমন।

নতুন অধিনায়ক ঘোষণার দিন অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে দিয়ে নেতৃত্বে অভিষেক হবে রিজওয়ানের। টি টোয়েন্টি ফরম্যাটে ১৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই রিজওয়ানের কনিষ্ঠ ফরম্যাটে অভিষেক হবে। 

জিম্বাবোয়ে সফরেও ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ওয়ানডে সিরিজে রিজওয়ান দলকে নেতৃত্ব দিলেও টি-টোয়েন্টি সিরিজে কিন্তু রিজওয়ানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে না। তাঁকে বিশ্রাম দেওয়া হবে। টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সলমন। 

রিজওয়ানের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার অর্থ বাবর আজমের কথা আর ভাবনাচিন্তা করছে না পিসিবি। ওয়ানডে বিশ্বকাপে বাবর আজম দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবরকে নেতা করা হয়। টেস্ট ফরম্যাটে শান মাসুদকে ক্যাপ্টেন করা হলেও সাদা বলের ফরম্যাটে কিন্তু নেতার নাম ঘোষণা করা হয়নি। এদিন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল পিসিবি। নতুন দায়িত্ব পেয়ে রিজওয়ান বলেন, ''সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য বিরাট সম্মানের।''