আজকাল ওয়েবডেস্ক:‌ চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টা শুরু মহম্মদ সামির। নেটে বোলিং শুরু করে দিয়েছেন ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক। এই চোটের জন্যই বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। খেলতে পারেননি টি২০ বিশ্বকাপে। এবার নেটে বোলিং শুরু করলেন তিনি। সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন। 
বিশ্বকাপের সময় থেকেই গোড়ালির চোট ভোগাচ্ছিল সামিকে। ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে খেলেছিলেন বিশ্বকাপে। পেয়েছিলেন ২৪ উইকেট। সেই সামি নেটে ফের বোলিং শুরু করেছেন। ভিডিওয় দেখা গেছে, এক জন কোচের কড়া নজরদারিতে নেটে বল করছেন সামি। তবে স্বাভাবিক ভাবে দৌড়তে দেখা যায়নি তাঁকে। কোমর পুরো ভাঙছেনও না। রান–আপ অনেকটা কমিয়ে বল করছেন। অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন।



এই চোটের জন্যই বিশ্বকাপের পর ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি সামি। খেলা হয়নি আইপিএলেও। এবার ফেরার মরিয়া চেষ্টা শুরু। তবে ঘরোয়া ক্রিকেটে ফিটনেস প্রমাণ করতে হবে সামিকে। কারণ বিসিসিআই ঘরোয়া ক্রিকেটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। অবশ্য শ্রীলঙ্কা সিরিজে সামির খেলার কোনও সম্ভাবনা নেই।