আজকাল ওয়েবডেস্ক: খবরের শিরোনামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হারের জন্য নয়। এবার অবশ্য অন্য কারণে।
ইঁদুরের উৎপাত বেড়েছে ওল্ড ট্র্যাফোর্ডে। আর সেই কারণেই ক্লাবের খাবারের মানের রেটিং নেমেছে পাঁচ থেকে দুইয়ে।
ক্লাবের এক মুখপাত্র এক ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলেছেন, ''আমরা ওল্ড ট্র্যাফোর্ডে কীটপতঙ্গ নিয়ন্ত্রণব্যবস্থা প্রয়োগ করেছি। যেখানে খাবার বানানো হয়,পরিবেশন ও সংরক্ষণ করা হয়, সেখানে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মাত্রা যেন বেশি থাকে,তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছি। সপ্তাহে বেশ কয়েকবার পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। স্টেডিয়ামে ইঁদুরের উপদ্রব আবার ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।"
বৃহত্তর ম্যাঞ্চেস্টারের ট্র্যাফোর্ড কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, "আমাদের পরিবেশ বিষয়ক স্বাস্থ্যকর্তারা ওল্ড ট্র্যাফোর্ড ঘুরে খাবারের স্বাস্থ্যবিধির মান দুই রেটিং দিয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যেন রেটিং মেনে উন্নতি বিধান করে।''
এদিকে কোচ বদলালেও ভাগ্য বদলাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এরিক টেন হাগের জায়গায় এসেছেন রুবেন আমোরিম। তিনিও দলকে সাফল্য এনে দিতে পারছেন না। বোর্নমাউথের কাছে ৩-০ হেরেছে ম্যান ইউ।
